Date : 2024-05-26

বেলা এগারোটা পর্যন্ত কমিশনে মোট অভিযোগ জমা পড়েছে ২৯০ টি

ভোট শুরু হওয়ার চার ঘণ্টার মধ্যে একাধিক অভিযোগ কমিশনে। এখনও পর্যন্ত প্রায় ২৯০টি অভিযোগ জমা পড়েছে।
এন জি আর এসে এখনও পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ২৪১টি। সবচেয়ে বেশি রায়গঞ্জ থেকে ১২৩ টি, বালুরঘাট থেকে ৯২টি ও দার্জিলিং থেকে ২৬ টি অভিযোগ জমা পড়েছে।
সি ভিজিল অ্যাপে
মোট ২৩ টি তারমধ্যে রায়গঞ্জ থেকে ১১ টি, দার্জিলিং থেকে ৬ ও বালুরঘাট থেকে ৬ টি।
সি এম এস পোর্টালে
মোট ২৬ টি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে
দার্জিলিং থেকে ১১ টি, রায়গঞ্জ থেকে ৭ টি ও বালুরঘাট থেকে ৮ টি অভিযোগ জমা পড়েছে।
এর মধ্যে বিজেপির থেকে ১৪টি এবং তৃণমূলের থেকে ২ টি অভিযোগ জমা পড়েছে।