Date : 2024-05-26

“রক্তবীজ” ছবির পর অন স্ক্রিনে ফের “আলাপ” আবির-মিমির

সাংবাদিক – রাকেশ নস্করঃ শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের রক্তবীজ ছবির পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। তবে অ্যাকশন নয়, রোম্যান্টিক কাহিনীর মুখ্য চরিত্রে দুজনে। নতুন গল্পে দর্শকদের সঙ্গে আলাপ করানো হবে আবির- মিমিকে।

সুরন্দিার ফিল্মসের প্রযোজনায় নতুন বাংলা ছবি আলাপ। পরিচালনা করেছে প্রেমেন্দু বিকাশ চাকি। এই বছর সরস্বতী পুজোর দিনে ছবির নাম ঘোষণা করেছিল প্রযোজক সংস্থা। এবার প্রকাশিত হল আলাপ ছবিতে আবির মিমির ছবির লুক।

রোম্যান্টিক ও কমেডি ঘরানার এই ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীতের ভার সামলেছেন অনুপম রায়।ছবিতে আবির মিমি সহ অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত, তন্নি লাহা রায় প্রমুখ। ২৬ এপ্রিল বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি।