প্রবীর মুখার্জি মেষ রাশি – পৈতৃক সম্পত্তি লাভের যোগ প্রবল। আত্মবিশ্বাসের সঙ্গেই কর্মস্থলে প্রয়োজনীয় কাজ শেষ করবেন। ব্যবসায় লাভ ভালোই। শেয়ার বা ফাটকায় লাভবান হতে পারেন।
বৃষ রাশি — অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা আজ। বিশ্বাস করে ঠকতে হতে পারে। ব্যবসায় ভেবেচিন্তে বিনিয়োগ করুন। শত্রুরা সক্রিয় থাকলেও বিশেষ ক্ষতি করতে পারবে না।
মিথুন রাশি –বেশি আবেগপ্রবণ হয়ে কারো উপকার করতে গিয়ে বিপদে পড়তে পারেন।কর্মস্থলে চাপ থাকলেও প্রয়োজনীয় কাজ সঠিক সময়েই শেষ করতে সক্ষম হবেন। ব্যবসায় লাভবান হতে পারেন।
কর্কট রাশি — দীর্ঘদিনের আটকে থাকা মামলার নিষ্পত্তির সম্ভাবনা। ব্যবসায় বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। নতুন কাজে হাত দিতে পারেন। অল্পেতেই মেজাজ না হারানোই আপনার পক্ষে মঙ্গলজনক।
সিংহ রাশি — কর্মস্থলে উন্নতির সম্ভাবনা। দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। প্রশাসনিক পদে উন্নতির সম্ভাবনা। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সামাজিক সম্মানলাভের সম্ভাবনা।
কন্যা রাশি –-নিজের বুদ্ধি ও ক্যরিশমায় আপনি প্রয়োজনীয় কাজ শেষ করবেন। ব্যবসায় ঝুঁকি নিতে পারেন। লোভ সংবরণ করতে পারলে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে।
তুলা রাশি –কর্মস্থলে চাপ থাকলেও নির্দিষ্ট পরিকল্পনা করতে পারলে আপনি সঠিক সময়ে কাজ শেষ করতে পারবেন। শত্রুরা সক্রিয় হতে পারে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা।
বৃশ্চিক রাশি –অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা। কাছেপিঠে ভ্রমণ হতে পারে। কর্মস্থলে সম্মান ও পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা। আত্মীয়-বন্ধুদের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা।
ধনু রাশি — ব্যবসায় লাভ বাড়বে। বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল। লোভ সংবরণ না করলে আপনারই ক্ষতি। কর্মস্থলে চাপ বাড়তে পারে।
মকর রাশি — ব্যবসায় লাভের সুযোগ। কোনও ভাল খবর আসতে পারে আজ। শিল্পীদের কাছে দিনটি শুভ। প্রতারকদের থেকে সাবধানে থাকবেন।
কুম্ভ রাশি – পেশাগত কাজে গতি আসবে। ভালো সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। চাকরিতে পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা। ব্যবসায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পারেন।
মীন রাশি –বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রয়োজনীয় কাজ এদিনই শেষ করার চেষ্টা করবেন। কর্মস্থলে প্রশংসা জুটতে পারে। ব্যবসা গতানুগতিক। নতুন বিনিয়োগ এখন না করাই ভালো।