মেষ রাশি – পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা। ব্যবসায় অভাবনীয় লাভের যোগ। কর্মস্থলে সহকর্মীরা শত্রুতা করলেও নিজের কর্তব্যে অবিচল থাকতে পারলে আপনারই লাভ।
বৃষ রাশি –ব্যাবসায় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা। কাউকে খুব বিশ্বাস করা উচিত হবে না। শিল্পীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে দায়িত্ব ও সম্মান বৃদ্ধির সম্ভাবনা।
মিথুন রাশি – ব্যবসায় নতুন বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। শিল্পীদের জন্য দিনটি বিশেষ শুভ। কর্মস্থলে প্রশংসা জুটতে পারে। চাকরি পরিবর্তনের সম্ভাবনা।
কর্কট রাশি — কর্মস্থলে প্রবল চাপ থাকা সত্ত্বেও সহকর্মীদের সাহায্যে সঠিক সময়ে কাজ শেষ করতে পারবেন। ব্যবসায় লাভ ভালোই। তবে নতুন করে আজকের দিনটিতে ঋণ না নেওয়াই ভালো।
সিংহ রাশি — কর্মস্থলে চাপ থাকলেও মাথা ঠাণ্ডা রাখতে পারলে, সঠিক সময়েই প্রয়োজনীয় কাজ শেষ করতে পারবেন। ব্যবসায় প্রসার বৃদ্ধির যোগ। পৈতৃক সম্পত্তিলাভের সম্ভাবনা।
কন্যা রাশি –-অযথা মাথা গরম করলে আপনার কাজের ক্ষতির পাশাপাশি শরীরেরও ক্ষতির সম্ভাবনা। সুতরাং মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। ব্যবসায় দারুন সুযোগ পেতে পারেন। বড় ধরনের লেনদেনের সম্ভাবনা।
তুলা রাশি — দীর্ঘদিনের আটকে থাকা কোনও মামলার নিষ্পত্তির সম্ভাবনা। গাড়ি বা বাড়ির ব্যবসায় লাভের যোগ। কর্মস্থলে চাপ থাকবে। দূরের কোনও বন্ধু বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা।
বৃশ্চিক রাশি –সামাজিক প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা। চাকরিতে পদন্নোতির যোগ। ব্যবসায় বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। শিল্পীদের কাজের চাপ থাকবে ।
ধনু রাশি –আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে পস্তাতে হতে পারে। ভিন রাজ্য বা ভিন দেশে চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভের যোগ প্রবল। কোনও ভালো খবর আজ পেতে পারেন।
মকর রাশি –আপনার অত্যাধুনিক চিন্তা-ভাবনা আপনাকে কর্মজগতে বিশেষ প্রতিষ্ঠা এনে দেবে। কর্মস্থলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। ব্যবসায় সাফল্যের যোগ।শিল্পীদের জন্য দিনটি শুভ।
কুম্ভ রাশি – কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্মক্ষেত্রে উন্নতি। বিশেষজ্ঞদের পরামর্শে ব্যবসায় আর্থিক উন্নতির যোগ। খুব সহজে কাউকে বিশ্বাস না করাই মঙ্গল।
মীন রাশি – কর্মস্থলে দায়িত্ব ও সম্মান বৃদ্ধির সম্ভাবনা। উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। সামাজিক সম্মান লাভ। ব্যবসায় নানা সুযোগ আসবে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।