Date : 2024-04-30

শিয়ালদা ডিভিশনে ট্রাফিক ব্লক, নিয়ন্ত্রণ ট্রেন চলাচল

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- আবারও শিয়ালদা ডিভিশনে ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত পূর্ব রেলের। যার জেরে একটানা ২০ দিন ট্রেন নিয়ন্ত্রণ শিয়ালদা ডিভিশনের বিভিন্ন শাখায় বলে রেল সূত্রে জানা গেছে। দমদম জংশন স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্য ২০ দিনে মোট ৪৮০ ঘণ্টা ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামী ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত চলবে এই ট্রাফিক ব্লক। যার ফলে একদিকে যেমন বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে, তেমনই বহু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে।
এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেন বাতিল থাকছে:

৩০৩৫১ ও ৩০৩১৩ মাঝেরহাট – বারাসত
৩৩৩১১ বারাসত – হাসনাবাদ
৩০৩২২ হাসনাবাদ – বিবাদী বাগ
৩০১৪৫ মাঝেরহাট – মধ্যমগ্রাম
৩০৩৫৮ মধ্যমগ্রাম – মাঝেরহাট
৩০৩৬১ মাঝেরহাট – হাসনাবাদ
৩৩২৮২ হাসনাবাদ – দমদম জংশন
৩৩২৩১ দমদম জংশন – ব্যারাকপুর
৩৩২৩২ ব্যারাকপুর – দমদম জংশন
৩৩২৭১ দমদম জংশন – গোবরডাঙা
৩৩৬৮৬ গোবরডাঙা – শিয়ালদা
৩০৩৩৩ মাঝেরহাট – হাবড়া
৩০৩৩২ হাবড়া – মাঝেরহাট
৩০৩৫৩ মাঝেরহাট – দত্তপুকুর
৩০৩১৪ দত্তপুকুর – মাঝেরহাট
৩৩৪৫৩ শিয়ালদা – বারাসত
৩১২২৩ শিয়ালদা – ব্যারাকপুর
৩০১১৬ ব্যারাকপুর- বিবাদী বাগ
৩০১১৩ বিবাদী বাগ – ব্যারাকপুর
৩১২৪২ ব্যারাকপুর – শিয়ালদা
৩০৩১২ বারাসত – মাঝেরহাট
দেখা যাক কোন কোন ট্রেন সংক্ষিপ্ত যাত্রাপথ যাবে
৩০৩৪৬ বনগাঁ জংশন – মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টমেন্ট স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
৩০৩৪৪ বনগাঁ জংশন – মাঝেরহাট ও ৩০৩২৪ হাসনাবাদ মাঝেরহাট লোকাল বারাসতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে:
৩০১৪২ গেদে – মাঝেরহাট লোকাল রানাঘাটে পৌছে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
৩০৭১১ লক্ষ্মীকান্তপুর – মাঝেরহাট লোকাল বালিগঞ্জে পৌছে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
৩০৩৩১ মাঝেরহাট – হাবড়া লোকাল বারাসত পর্যন্ত সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
৩০৩১১ মাঝেরহাট – বারাসত লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করবে।
৩০৩১৭ মাঝেরহাট – দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং পথ পরিবর্তন করে আপ কর্ড লাইন ধরে গন্তব্যে পৌছবে।

কয়েকদিন আগেও দেখা গেছিল দমদমে রেলের কাজের জন্য ট্রেন বাতিল করা হয়েছিল। যার ফলে দুর্ভোগে পড়তে হয় নিত্য যাত্রীদের। আবারও সেই একই রকম সমস্যায় পড়তে হবে যাত্রীদের। স্বাভাবিকভাবেই দুর্ভোগ খানিকটা সহ্য করতে হবে বলেই মনে করছে সাধারণ মানুষ।