রাকেশ নস্কর, সাংবাদিক ঃ কোমরের হাড় ভেঙেছিল। জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী হাসপাতালে ভর্তি ৯ এপ্রিল থেকেই। কোমরের অস্থিসন্ধি প্রতিস্থাপন করা হয়েছে বৃহস্পতিবার সকালে।
প্রাথমিক পর্যায়ে পরিচালকের চিকিত্সা চলেছে এসএসকেএম হাসপাতালে। পরবর্তীকালে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয় ১২ এপ্রিলে। পরিচালকের সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘সফল হয়েছে ওঁনার অস্ত্রোপচার । স্যর আগের থেকে অ অনেকটাই ভালো আছেন তিনি। ‘বেড সোর’ এবং সিওপিডি সমস্যা হাসপাতালে ভর্তি হওয়ার পর ধরা পরেছিল উৎপলেন্দুবাবুর। তবে বর্তমানে চিকিত্সায় স্থিতিশীল রয়েছেন তিনি।
তবে পরিচালকের স্মৃতিভ্রম মাঝেমধ্যেই হচ্ছে।পরিচালককে পর্যবেক্ষণে আগামী তিন দিন। দ্রুত বাড়ি ফিরতে চাইছেন পরিচালক নিজেও । আগামী সপ্তাহে পরিচালককে ছুটি বলে জানা যাচ্ছে, হাসপাতাল সূত্রের খবর।