সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: হাইভোল্টেজ শুক্রবার। একদিকে চলছে দ্বিতীয় দফার নির্বাচন অন্যদিকে মালদহে মোদীর সভা। এদিন পুরাতন মালদায় সভা করেন তিনি। সভা থেকে মোদী বলেন, ‘আপনাদের ভালোবাসা দেখে আপ্লুত। মনে হয় আগের জন্মে বাংলায় জন্মেছিলাম। না হলে পরের জন্মে বাংলায় কোনও মায়ের কোলে জন্মগ্রহণ করব।’
সভার শুরু থেকেই নিজেকে বাংলার আপন বলে প্রমাণ করার চেষ্টা করে গেলেন মোদী বললেন, সভার শুরু থেকেই নিজেকে বাংলার ‘আপন’ বলে প্রমাণ করার চেষ্টা করে মোদী বলেন, শিল্প, সংস্কৃতি, দর্শন, প্রগতি, সবেতেই এগিয়ে ছিল বাংলা। সেই বাংলা আজ ক্রমশ পিছিয়ে পড়ছে। প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেল, “আমার বাংলাকে এভাবে ভেঙে পড়তে দেব না। আপনাদের ভালোবাসা ব্যর্থ হতে দেব না। এই ভালোবাসা ফিরিয়ে দেব।শিল্প, সংস্কৃতি, দর্শন, প্রগতি, সবেতেই এগিয়ে ছিল বাংলা। সেই বাংলা আজ ক্রমশ পিছিয়ে পড়ছে। প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেল, আমার বাংলাকে এভাবে ভেঙে পড়তে দেব না। আপনাদের ভালোবাসা ব্যর্থ হতে দেব না। এই ভালোবাসা ফিরিয়ে দেব।
এদিন এসএসসিতে প্রায় ২৬ হাজার চাকরি যাওয়া প্রসঙ্গে তৃণমূলকে তোপ দেগে মোদী বলেন, ‘তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাদের জন্য শিক্ষাক্ষেত্রে এত দুর্নীতি হয়েছে যে ২৬ হাজার পরিবারের সুখ নষ্ট হয়েছে। রুটিরুজি চলে গিয়েছে বহু মানুষের। যুব সমাজের উন্নতির সমস্ত পথ বন্ধ করে দিয়েছে তৃণমূল।’এদিন তৃণমূলকে কটাক্ষ করে মোদী বলেন, ‘প্রথম দফা নির্বাচনেই ধ্বস্ত হয়ে গিয়েছে বিরোধীরা। তৃণমূলের শাসনকালে কেবল দুর্নীতি হয়েছে।’
সভা থেকে দেশবাসীকে ভোট দেওয়ার জন্য উৎসাহ দিয়ে মোদী বলেন, ‘বাংলায় এলে গণতন্ত্রের উদ্যাপনের আলাদাই উৎসাহ দেখা যায়। আমি হেলিকপ্টার থেকেও দেখছিলাম। এখানে যত লোক আছেন, আমাকে আশীর্বাদ করছেন। আপনারা সকলে ভোট দেবেন। ভোট দেওয়া মানে দেশের গণতন্ত্রকে মজবুত করা। তাই অবশ্যই সকলের ভোট দেওয়া উচিত।’