Date : 2024-05-02

Loksabha Election 2024 : প্রথম দফার ভোটে উত্তপ্ত উত্তরপ্রদেশ, যোগীরাজ্যে বুথ দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: চলছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। আর ভোটের শুরুতেই উত্তপ্ত উত্তরপ্রদেশ। সেখানে ভোট শুরুর কিছু ক্ষণের মধ্যেই বুথ দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুধু বুথ দখলই নয়, অনেক মুসলিম ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে, উঠল এমন গুরুতর অভিযোগও।

মুজাফফরনগরে সমাজবাদী পার্টির প্রার্থী হরেন্দ্র মালিক বুথ দখলের অভিযোগ করলেন। বিজেপি প্রার্থী সঞ্জীব বালিয়ানের গ্রাম কুতবা-কুটবিতে বুথ দখলের অভিযোগ করলেন তিনি। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগও দায়ের করেছেন সমাজবাদী পার্টির প্রার্থী। বিজেপি প্রার্থীর গ্রামের সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন সপা নেতা।

অন্যদিকে উত্তরপ্রদেশের নাগিনা লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থীর অভিযোগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। বিজেপি সাধারণ মানুষকে ভোট দিতে দিচ্ছে না। ১০টি ইভিএম খারাপ হয়েছে গোটা লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে। বুথের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরাও কাজ করছে না বলে অভিযোগ তার।

আবার রামপুর লোকসভা কেন্দ্রের ১২৯, ১৩০ এবং ১৩১ নম্বর বুথে অনেক মুসলিম ভোটারের নাম তালিকায় নেই বলে অভিযোগ করেছে সমাজবাদী পার্টির। মুজফফরনগরে অনেক বুথে মুসলিম ভোটারদের নাম তালিকা থেকে ইচ্ছাকৃত ভাবে কাটা পড়েছে বলে অভিযোগ সমাজবাদী পার্টির। নির্বাচন কমিশনকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছে। সমাজবাদী পার্টি