Date : 2024-05-12

নির্বিঘ্নে সম্পন্ন জয়েন্ট পরীক্ষা

নাজিয়া রহমান, সাংবাদিক:নির্বিঘ্নেই সম্পন্ন হল রাজ্য জয়েন্ট(Joint Entrance)। রবিবার কলকাতার তাপমাত্রা ছিল ৪১.১, যা স্বাভাবিকের থেকে ৫ডিগ্রি বেশি। কলকাতাসহ সারা দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তাপপ্রবাহ। তারই মধ্যে কড়া ব্যবস্থাপনার মধ্যে হল জয়েন্ট(Joint Entrance)পরীক্ষা। পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা ছিল বোর্ডের । এবার পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে আসার অনুমতি ছিল। জলের বোতল কেন্দ্রের ভেতরে নিয়ে যেতে পারাই খুশি পরীক্ষার্থী থেকে অভিভাবক প্রত্যেকেই। মোট ৩২৮ টি কেন্দ্রে পরীক্ষা হয়। সেন্টারগুলিতে জল ও ওআরএস মজুত রাখার নির্দেশও দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে। সেই অনুযায়ী কেন্দ্রগুলিতে ব্যবস্থা ছিল। প্রচন্ড গরম তাই সকাল সাড়ে নটা থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় পরীক্ষার্থীদের। এবছর আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৬৯৪ জন। ২০২৩ ছিল মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ প্রায় ২৫ হাজার।

পরীক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় বেড়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও। চলতি বছর পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৩২৮,গতবছর সেই সংখ্যা ছিল ৩০৬টি।প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ছিল হ্যান্ড মেটাল ডিটেক্টর যন্ত্র। পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে এই হ্যান্ড মেটাল ডিটেক্টর যন্ত্র দিয়ে তাদের পরীক্ষা করা হয়। পাশাপাশি ছিল রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর বা আরএফডি। পরীক্ষার্থীদের একাংশের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং -এ ঝোঁক বেশি। তবে এদিন পরীক্ষা দিয়ে বেশির ভাগ পরীক্ষার্থী।

আরো পড়ুন: দৈনিক রাশিফল, ২৮ এপ্রিল,২০২৪ রবিবার