Date : 2024-04-29

রাম নবমীতে কম মেট্রো

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক – বুধবার রাম নবমী। বসন্ত নবরাত্রির নবমী তিথিতে রাম নবমী হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারি ছুটি থাকায় বেশিরভাগ অফিস বন্ধ থাকে। চলতি বছর থেকে রাজ্য সরকারের তরফ থেকেও ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে রাজ্য সরকারি অফিসগুলিও ছুটি থাকবে ওই দিন তাই কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। ব্লু লাইন অর্থাৎ নর্থ- সাউথ করিডরের জন্য জারি হয়েছে এই নির্দেশিকা। ইস্ট-ওয়েস্ট, জোকা-তারাতলা মেট্রো করিডর এবং কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি রুটে রাম নবমীর দিন স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা।  শনিবার ও রবিবার ব্যতীত বাকি দিন গুলিতে মোট মেট্রো চলাচল করে ২৮৮ টি। ওই দিন ছুটি থাকায় কম চলবে মেট্রো। ২৮৮ টির বদলে চলবে ২৩৪ টি মেট্রো। ১১৭ টি আপ, ১১৭ টি ডাউন। সকালে পরিষেবা শুরু হবে ৬.৫০ মিনিটে, রাতে শেষ মেট্রো পাওয়া যাবে ১০.৩৫ মিনিটে।

এই দিনের প্রথম পরিষেবা:

  • কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বর যাওয়ার প্রথম মেট্রো শুরু হবে সকাল ৬.৫০ মিনিটে। (অপরিবর্তিত)
  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬.৫০ মিনিটে। (অপরিবর্তিত)

 * দমদম থেকে দক্ষিনেশ্বর যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬.৫৫ মিনিটে। (অপরিবর্তিত)

  • দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো শুরু হবে সকাল ৭টায়। (অপরিবর্তিত)

এই দিনের শেষ পরিষেবা:

  • দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.২৮ মিনিটে। (অপরিবর্তিত)

 * কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বর যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে ৯.৩০ মিনিটে। (অপরিবর্তিত)

  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে ৯.৪০ মিনিটে। (অপরিবর্তিত)
  • কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে ৯.৪০ মিনিটে। (অপরিবর্তিত)