Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন। মুখ্যমন্ত্রীর ইস্তফার পর মণিপুরে রাষ্ট্রপতি শাসন। কয়েক আগেই ইস্তফা দেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ৯ ফেব্রুয়ারি ইস্তফা দেন বীরেন সিং।
  • তাইওয়ান প্রণালীতে দু’টি যুদ্ধজাহাজ পাঠালেন ডোনাল্ড ট্রাম্প। শি জিনপিং সরকারের অভিযোগ, এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা বাড়বে।
  • আফগানিস্তানের আবাসন মন্ত্রকের দফতরে আত্মঘাতী হামলা। নিহত ১, আহত অনেকে। হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।
  • কর্মরত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজ্যকে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের। স্বরাষ্ট্র দফতরকে একটি টিম গঠনেরও নির্দেশ। নিরাপত্তা সংক্রান্ত আলোচনার পর খসড়া নোটিস তৈরি করবে টিম। সেই অনুযায়ী প্রিন্সিপাল সেক্রেটারি পদক্ষেপ করবেন।
  • ৩২ নম্বর ধানমন্ডির পরে বিদ্রোহীদের নজরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। যেখানে রয়েছে শেখ মুজিবুর রহমানের সমাধিভবন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলামি এবং জামায়াতে ইসলামির দাবি সমাধিভবনটি গুড়িয়ে দিলে বাংলাদেশে মুক্তিযুদ্ধপন্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব হবে।
  • হাসিনা-পরবর্তী বাংলাদেশ নিয়েও উদ্বেগ রাষ্ট্রপুঞ্জের। শান্তি ফেরাতে পাঁচ দফা সংস্কারের সুপারিশ। পাঁচ দফা সুপারিশ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার কমিশনের তরফে।
  • মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন কোনও কর্মীকে ছাঁটাই করা যাবে না। পঞ্জাব সরকারকে নির্দেশ পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের। আদালতের পর্যবেক্ষণ, কোনও কর্মীর মাতৃত্বকালীন ছুটি অনুমোদিত হয়ে গেলে, তাঁকে ছাঁটাই করার জন্য সেই ছুটিতে প্রভাব ফেলা যায় না। ছুটি শেষের পরে প্রয়োজনে তাঁকে ছাঁটাই করা যেতে পারে। মামলাকারী মহিলার বকেয়া বেতন মিটিয়ে দেওয়ারও নির্দেশ পঞ্জাব সরকারকে।
  • ‘বিজেপি মিথ্যা প্রচারে ওস্তাদ’। ‘কিন্তু আপ পাল্টা কাউন্টার করতে পারেনি।’ সে কারণেই ২৭ বছর পরে দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি।
  • রাজ্যসভায় পেশ হল জেপিসির রিপোর্ট-সহ ওয়াকফ বিলের সংশোধিত খসড়া। জেপিসির সদস্য তথা বিজেপি সাংসদ মেধা বিশরাম কুলকার্নি রিপোর্টটি পেশ করেন। অভিযোগ উঠল বিরোধী সাংসদদের কণ্ঠরোধেরও।
  • মুর্শিদাবাদের বড়ঞার দায়িত্ব পেলেন অনুব্রত মণ্ডল। তাঁকে দায়িত্ব দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত এই দায়িত্বে থাকবেন অনুব্রত মণ্ডল।
  • নাম বদলালো মেক্সিকো উপসাগরের। ট্রাম্পের নির্দেশে নাম বদলেছে গুগল কর্তৃপক্ষ। ‘গালফ অব মেক্সিকো’র পরিবর্তে গুগল মানচিত্রে সেটি চিহ্নিত হয়েছে ‘গালফ অব আমেরিকা’ নামে।
  • কংগ্রেসে ফিরলেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। ‘কংগ্রস ছেড়ে যাইনি’। ‘কংগ্রেস থেকে লিভ নিয়েছিলাম’। ‘অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম’। কংগ্রেস ছাড়া ভারতে জাতি-ধর্ম নির্বিশেষে চলা কঠিন। ফের কংগ্রেসে যোগদান করে প্রতিক্রিয়া অভিজিৎ মুখোপাধ্যায়ের।
  • ভারতীয় সেনাকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগ। রাহুল গান্ধীকে সমন পাঠাল লখনউয়ের MPMLA আদালত। ২৪ মার্চ হাজিরার নির্দেশ কংগ্রেস সাংসদকে।
  • ছুটি বৃদ্ধি পেল রাজ্য সরকারি কর্মচারীদের। শবেবরাত ও পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী মিলিয়ে ১৪ ফেব্রুয়ারি ছুটি ছিল। নতুন নির্দেশিকা অনুযায়ী, শবেবরাতের ছুটি থাকছে ১৩ ফেব্রুয়ারি। পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর ছুটি থাকছে ১৪ ফেব্রুয়ারি। 
  • বন্দি ইজরায়েলিদের ছাড়তে হবে শনিবার। নচেৎ স্থগিত হয়ে যাবে যুদ্ধবিরতি। হামাসকে হুঁশিয়ারি দিয়ে কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের।
  • রাজ্য বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি। কিন্তু বিধানসভায় উপরাষ্ট্রপতির ভাষণ দেওয়ার আইনি সংস্থান নেই। জানানো হয় বিধানসভার সচিবালয়ের তরফে। উপরাষ্ট্রপতির ইচ্ছাকে মান্যতা দিতে প্রথম দফার বাজেট অধিবেশনের শেষে বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। কবে সেই অধিবেশন , তা এখনও স্পষ্ট নয়।
  • New Date  
  • New Time  
Ram Navami :  রাম নবমীর মিছিলে হামলা। কমিশনকেই দায়ী করলেন মমতা

18
April 2024

Ram Navami : রাম নবমীর মিছিলে হামলা। কমিশনকেই দায়ী করলেন মমতা

সঞ্জু সুর, সাংবাদিক : বুধবার মূর্শিদাবাদের রেজিনগরের শক্তিপুরে রাম নবমীর মিছিল কে কেন্দ্র করে দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় এবার সরাসরি নির্বাচন কমিশনকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে ইসলামপুর স্টেডিয়ামে এক রাজনৈতিক নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় এই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।

রামনবমী কে কেন্দ্র করে কয়েক দিন ধরেই আশঙ্কার কথা শুনিয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় প্রতিটি নির্বাচনী সভায় তিনি নিয়ম করে একটা দাবি করছিলেন যে ১৯ তারিখ প্রথম দফার নির্বাচন রয়েছে সারা দেশে। তার আগে ১৭ তারিখ রামনবমীর দিন দাঙ্গা বাধাতে চাইছে বিজেপি। আর সেই দাঙ্গার রেশ ধরেই ভোট বাক্সে ফায়দা তুলতে চাইছে বিজেপি। এমনটাই অভিমত ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার সারা রাজ্যের বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণভাবে রামনবমী পালন হলেও দুই একটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। তার মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রেজিনগরের শক্তিপুরে। বুধবার মুখ্যমন্ত্রী অসমে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। তারপর বৃহস্পতিবার দিন সকালে তিনি রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ইসলামপুর স্টেডিয়াম মাঠের রাজনৈতিক সভা থেকেই এই বিষয়ে (রাম নবমীর দিনের সংঘর্ষ) তার মত জানালেন। ইলেকশন কমিশনের দিকে আঙুল তুলে বিস্ফোরক অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, “রামনবমীর একদিন আগে কেন তুমি মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকে সরালে ? যাতে কেউ হিংসা ছড়াতে পারে ?” এরপরই মুখ্যমন্ত্রী বলেন, কে তোমাকে বলেছিল রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে দাপাদাপি করতে ? মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, প্ল্যান করেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানান বিজেপির গুন্ডাদের হাতে স্থানীয় থানার ওসি আহত হয়েছেন। প্রসঙ্গত মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে থাকা শ্রী মুকেশ কে ইলেকশন কমিশন সরিয়ে দিলে তখনও মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেছিলেন, এরপর মালদা মুর্শিদাবাদে দাঙ্গা হলে তার দায় কি ইলেকশন কমিশন নেবে ? বৃহস্পতিবার রামনবমীর দাঙ্গা কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক অভিযোগের পর ইলেকশন কমিশন কোন বিবৃতি দেয় কিনা এখন সেটাই দেখার।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​