Date : 2024-04-30

শেখ শাহাজাহানের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন, ইডি বিশেষ আদালতের।

শেখ শাহাজাহানের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন, ইডি বিশেষ আদালতের।

ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক : শেখ শাহাজানের মামলার শুনানি এবং চিঠি সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার ইডির পক্ষের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী আর বলেন, জেরায় শাজাহান বয়ান দিয়েছেন শেখ শাজাহান দলের শীর্ষ নেতৃত্বর নির্দেশে উত্তর ২৪ পরগনার বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি, কর্মদ্ধক্য সব ক্ষেত্রে পার্থী কে হবে তা ঠিক করে দিতো শাজাহান । ৪৭ টা পঞ্চায়েত সমিতি ও ২৯৪ টা গ্রাম পঞ্চায়েত এর প্রাথী কে হবে তা শাজাহান নিজে ঠিক করত । শাহাজান তাঁদের নিয়ন্ত্রন করতেন। কে প্রাথী হবে তাও ঠিক করতেন শাহাজান । ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে গোটা বিষয় নিয়ন্ত্রণ করেছিল শেখ শাজাহান।

১৪ দিনের জেল হেফাজতের আবেদন*, শাহজাহান-এর চিঠির বিরোধীতা করা হল ইডির তরফে। চিঠিতে যা লেখা হয়েছে টা সঠিক নয়।

ইডি বিশেষ আদালতের বিচারক নির্দেশ দেন তদন্তের এই সময় চিঠি কোনো ভূমিকা নেই যখন সময় আসবে তখন সেটা দেখা হবে । সমস্ত কিছু কোর্ট এর রেকর্ড এ থাকলো । এই চিঠির কি মূল্য সেটা আদালত ঠিক করবে ট্রায়াল এর সময় ।

শেখ শাহাজানের আইনজীবী জাকির হোসেন সোমবার জানায় জামিনের আবেদন করা হয়নি।