নাজিয়া রহমান, সাংবাদিক : উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গবাসীর কপালে এই মুহূর্তে কোন বৃষ্টির সুখ নেই বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৈশাখী দহনে নাজেহাল দক্ষিনবঙ্গবাসী। চাতক পাখির মত বৃষ্টির অপেক্ষায় এখনও দিনগুনতে হবে তাদের। আকাশে মেঘের আনাগোনা তো দূরে থাক, নেই ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও নেই বলে মত আবহাওয়াবিদদের। বরং তাদের আশঙ্কা সপ্তাহ শেষে আরও ভয়াবহ আকার নিতে চলেছে গরম। শুক্র থেকে রবিবার তীব্র দাবদাহে জ্বলতে পারে দক্ষিণবঙ্গ। এমনকি কলকাতাতেও ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রার পারদ। রয়েছে তাপপ্রবাহের আশঙ্কাও। তাই চিকিৎসকদের পরামর্শ প্রয়োজন ছাড়া যাতে কেউ সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না বের হন।
চলতি সপ্তাহের শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝাড়গ্রাম,পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম-এই আট জেলায় চরম তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহের সঙ্গে বইবে লু-ও। বাকি সাত জেলাতেও থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি বলে মত আবহাওয়াবিদদের। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে বলেও মত আবহাওয়াবিদদের । জেলাগুলিতে লু বইবার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মত তাদের। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।