Date : 2024-05-03

কাঠফাটা রোদের মাঝে বৃষ্টির পূর্বাভাস

কাঠফাটা রোদের মাঝে বৃষ্টির পূর্বাভাস

নাজিয়া রহমান, সাংবাদিক:উত্তরবঙ্গে বৃষ্টি আর দক্ষিণবঙ্গে কাঠফাঠা রোদ। বাইরে বেরোলেই রোদের তেজ গায়ে যেন সুঁচ ফোটাচ্ছে।রবিবারও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম দক্ষিণবঙ্গের এই ছয় জেলায় চলে তাপপ্রবাহ। কলকাতাসহ বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পূর্বাভাস ছিলও। এপ্রিল মাস পড়তে না পড়তেই বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। ঘরের বাইরে পা রাখলেই ঝলসে যাওয়ার জোগার। বৃষ্টি দূরে থাক,আকাশে মেঘের আনাগোনাও উধাও। তবে এবার সুখবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহের মাঝেই বৃষ্টির পূর্বাভাস। এদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা তেমন নেই বলেই মত আবহাওয়াবিদদের। কলকাতার পারদ স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। অন্যদিকে শুষ্ক পশ্চিমী হাওয়ার দাপটে গরম বাড়বে পশ্চিমের জেলাগুলিতেও। এমন কি লু-এর পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা আবহাওয়াবিদদের। তাই চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজন ছাড়া যেন কেউই সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে বের না হন। যদি বাড়ির বাইরে বের হতে হয় তাহলে সঙ্গে যেন ছাতা, সানগ্লাস এবং ওআরএস রাখার পরামর্শও দিচ্ছেন তারা।