Date : 2024-04-30

রাম নবমী তুমি কার ?… সকাল থেকে গোটা রাজ্যে তৃণমূল – বিজেপির দড়ি টানাটানি

সাংবাদিক : সুচারু মিত্র : একদিকে লোকসভা নির্বাচনের আবহ আর অন্য দিকে রাম নবমী,তাই এই উপলক্ষ্য আর কে ছাড়ে? এ রাজ্যে একদিকে তৃণমূল কংগ্রেস অন্য দিকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকেই রাম নবমী ইস্যুকে হাতছাড়া করতে চাইলেন না।তাই ভক্তি আর আবেগের মাঝেই একেবারে সুচতুর ভাবে জনসংযোগ সেড়ে রাখলেন বিজেপি নেতা থেকে শুরু করে তৃণমূল নেতারা। নিউটাউনে রাম নবমীর সভা যাত্রার সূচনা করলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার অন্যদিকে হাওড়ায় রাম নবমীর শোভা যাত্রায় অংশগ্রহণ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের আদি নেতা অরুপ রায়।আবার অন্যদিকে কোচবিহারে এই ভোট মরশুমের মাঝেও যেখানে প্রথম দফার ভোট হতে ৪৮ ঘন্টা বাকি, সেখানেও বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিক রাম নবমীর মিছিলে হাঁটলেন। ব

র্ধমান দুর্গাপুরে রাম নবমীর মিছিলে যোগ দিলেন দিলীপ ঘোষ, আবার এদিকে কলকাতার বিভিন্ন প্রান্তে ছোট ছোট রাম নবমীর র‍্যালিতে যোগদান করলেন বিজেপির বিভিন্ন নেতারা , পিছিয়ে নেই তৃণমূলও। তাই রাম যেন এখন রাজনীতির আঙিনায় এই ভোট আবহে সবচেয়ে বড় অস্ত্র রাজনৈতিক দল গুলোর কাছে। একদিকে যেমন অযোধ্যায় রামের সূর্যাভিষেক হচ্ছে তখন লোকসভার লড়াইয়ে কার অভিষেক হবে তাই এখন বড় বিষয়।ইতি মধ্যেই রাম নবমীর শোভা যাত্রাকে কেন্দ্র করে জায়গায় জায়গায় রাজনৈতিক নেতারা নেমে পড়েছেন, অংশগ্রহণ করছেন মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন।সব মিলিয়ে একথা বলা যেতে পারে রাম নবমীর দিনে একদিকে তৃণমূল কংগ্রেস অন্য দিকে বিজেপি একে অপরকে রাম নবমীর এই বিশিষ্ট দিনে যেন জন সংযোগের দিক থেকে একে অপরকে চ্যালেন্জ ছুঁড়ে দিলেন।