Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শুরু হবে ৭ মে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ মামলাটি শুনবে। সবপক্ষকে ওই পেপার বুক জমা দেওয়ার নির্দেশ আদালতের।
  • সল্টলেকের CE ব্লকের ৮৬ নং বাড়ির দোতলায় আগুন। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। শর্ট সার্কিটের কারণে আগুন, প্রাথমিক অনুমান দমকলের।
  • পহেলগাঁও-এর বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দিলেন প্রতিরক্ষামন্ত্রী। উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত অজিত ডোভালও।
  • সাঁইথিয়ায় বিস্ফোরণ। উড়ল মাটির বাড়ির দেওয়াল। তদন্তে পুলিশ। 
  • ১৬টি পাকিস্তানি ইউ টিউব চ্যানেল ভারতে বন্ধ করার সিদ্ধান্ত। পহেলগাঁও হামলার পর এই সিদ্ধান্ত।
  • আজ প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রী বৈঠক। সকাল ১১টায় বৈঠকের সম্ভাবনা। প্রত্যাঘাতের নানান দিক নিয়ে আলোচনার সম্ভাবনা।
  • নিয়ন্ত্রণ রেখায় ফের গুলি পাক সেনার। কুপওয়ারা এবং পুঞ্চ এলাকায় গুলি চলে।
  • ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে আদালত অবমাননার মামলা। আজ এই মামলা শুনানি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে।
  • ‘৬ দিন হয়ে গেল, আর কবে।’ বিমানবন্দরে জানান পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী। সোমবার পাঠানকোট রওনা দেন তিনি।
  • দিঘাগামী দুটি স্পেশাল ট্রেন বাতিল করল রেল। ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বিশেষ ট্রেন চলার কথা ছিল। হাওড়া-দিঘা ও পাঁশকুড়া-দিঘা রুটে এই ট্রেন চলার কথা ছিল।
  • সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরের জেলাতেও ঝড় ও হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।    
  • New Date 2025-4-28
  • New Time 07:20:39 AM
দৈনিক রাশিফল:

21
April 2024

দৈনিক রাশিফল:

প্রবীর মুখার্জীঃ মেষ রাশি –পৈতৃক সম্পত্তিলাভের যোগ। নতুন কোনও কাজে হাত দিতে পারেন। কর্মস্থল পরিবর্তনের ইঙ্গিত। দূরের কোনও বন্ধু বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা।

বৃষ রাশি  –ব্যবসায় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা। কাউকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। বন্ধুদের সঙ্গে মেপে কথা বলুন। কর্মস্থলে প্রশংসা জুটতে পারে।

মিথুন রাশি –ভাবনা চিন্তা করে ব্যবসায় বিনিয়োগ করলে লাভবান হতে পারেন। দূরের বন্ধু বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা। প্রয়োজনীয় কাজগুলি এদিনই শেষ করুন।

কর্কট রাশি  –ব্যবসায় বিনিয়োগের আগে ভাবনা চিন্তা করা জরুরী। পারিবারিক কোনও কারণে আপনি চিন্তিত থাকতে পারেন। কারো প্ররোচনায় পা না দেওয়াই ভাল। দীর্ঘদিনের আটকে থাকা কোনও কাজ আজ শেষ হতে পারে।

সিংহ রাশি  — যে কোনও কাজে আপনার সাফল্য আসবে। কর্মস্থলে চাপ থাকবে। তবে আপনি তা সামাল দিতে সক্ষম। চাকরি পরিবর্তনের সম্ভাবনা। ব্যবসায় লাভবান হতে পারেন।

কন্যা রাশি – চাকরি স্থলে উন্নতির সম্ভাবনা। ব্যবসায় ঝুঁকি নিতেই পারেন। বিনিয়োগে লাভবান হবেন। শেয়ার বা ফাটকায় লাভের সম্ভাবনা।

তুলা রাশি  — কর্মস্থলে সহকর্মীদের সহায়তায় উন্নতির সম্ভাবনা। নতুন কোনও ফ্ল্যাট বা জমি বা বাড়ি কিনতে পারেন। ব্যবসায় আয় ভালোই। তবে ভেবে চিন্তে বিনিয়োগ করুন।

বৃশ্চিক রাশি  — সহকর্মীদের সহযোগিতায় আপনার কর্মস্থলে প্রভাব-প্রতিপত্তি বাড়বে। উচ্চস্থানীয়দের সুনজরে পড়তে পারেন। ব্যবসায় আয় বৃদ্ধির সম্ভাবনা।

ধনু রাশি  –আপনার আত্মবিশ্বাসই আপনাকে লক্ষ্যপূরণ করতে সাহায্য করবে। ব্যবসায় প্রভূত উন্নতির সম্ভাবনা।আয় বাড়বে। কর্মস্থলে প্রশংসা জুটতে পারে।

মকর রাশি  –ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভাল। প্রলোভন এড়িয়ে না চললে আপনারই বিপদ বাড়বে। নতুন কোনও ব্যবসা নিয়ে তাড়াহুড়ো না করাই ভাল। কারোও কথায় কান না দেওয়া আপনার পক্ষে মঙ্গলজনক।

কুম্ভ রাশি – অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা। কর্মস্থলে চাপ বাড়লেও আপনি তা সম্পন্ন করতে পারবেন। বন্ধুদের সঙ্গে মেপে কথা বলার চেষ্টা করুন। না হলে বিতর্ক বাড়বে।

মীন রাশি  — কঠোর পরিশ্রম ও অধ্যাবশায়ই আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কর্মস্থলে আপনার নিষ্ঠাই আপনাকে আলাদা করে পরিচিত করে তুলবে। ভাবনা চিন্তা না করে ব্যবসায় বিনিয়োগ না করাই ভাল। বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election