Date : 2024-05-24

দৈনিক রাশিফল, ১০ মে,২০২৪ শুক্রবার

প্রবীর মুখার্জী, সাংবাদিকঃ মেষ রাশি – ব্যবসায় আশানুরূপ সাফল্যের সম্ভাবনা। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হতে পারে আজ। আত্মবিশ্বাসের সঙ্গে কর্মস্থলে কাজ শেষ করতে পারবেন। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা।    

বৃষ রাশি  — ব্যবসায় লাভের যোগ প্রবল। তবে লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে। কর্মস্থলে অনুকুল পরিবেশ নাও থাকতে পারে। তবে নিজের বুদ্ধিমত্তা দিয়েই উর্দ্ধতন কর্তৃপক্ষকে তুষ্ট করতে পারবেন। শিল্পীদের জন্য দিনটি বিশেষ শুভ।   

মিথুন রাশি – ব্যবসায় লাভের আশা থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে করুন। প্রয়োজনে গুরুজনদের পরামর্শ নিন। কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা। দিনের শেষে কোনও ভাল সংবাদ পেতে পারেন।

কর্কট রাশি  — আজকের দিনটিতে সতর্ক থাকতে হবে। ব্যবসায় লাভের যোগ।বড় ধরনের বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।দীর্ঘদিনের আটকে থাকা মামলার নিষ্পত্তির সম্ভাবনা। কর্মস্থলে চাপ থাকলেও প্রয়োজনীয় কাজ শেষ করতে পারেবেন।

সিংহ রাশি  — কর্মস্থলে অনুকুল পরিবেশ। প্রশংসা জুটতে পারে। পদোন্নতির সম্ভাবনা। ব্যবসায় লাভের যোগ রয়েছে। জমি-বাড়ি ও পরিবহণ ব্যবসায়ীদের পক্ষে দিনটি শুভ। বন্ধুমহলে তর্ক এড়িয়ে চললে আপনিই শান্তিতে থাকতে পারবেন।   

কন্যা রাশি –-  কর্মস্থলে দায়িত্ব ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা। সামাজিক সম্মান লাভের যোগ। কারোর প্রলোভনে পা দেবেন না। ব্যবসায় লাভের যোগ রয়েছে।শিল্পীদের জন্য় দিনটি অত্যন্ত শুভ।   

তুলা রাশি  — কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে বিতর্ক এড়িয়ে চলুন। শত্রুতা থাকলেও কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ব্যবসায় আশাতীত সাফল্যের যোগ। তবে বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। শিল্পীদের কাজের চাপ থাকবে।    

বৃশ্চিক রাশি – অংশীদারি ব্যবসায় মনোমালিন্যের অবসান। প্রত্যাশিত লাভের সম্ভাবনা। শিল্পীদের কাছে আজকের দিনটিতে চাপ থাকলেও শুভ। কর্মস্থলে সহকর্মীদের সাহায্যে প্রয়োজনীয় কাজ শেষ করতে পারবেন।   

ধনু রাশি – কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্মস্থলে সাফল্যলাভের সম্ভাবনা। পদোন্নতির সম্ভাবনা। দায়িত্ব  ও সম্মান বৃদ্ধির যোগ। ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল। প্রতারকের থেকে সাবধানে থাকবেন।   

মকর রাশি – গুরুত্বপূর্ণ কাজগুলি দ্রুত শেষ করার চেষ্টা করুন। কর্মস্থলে চাপ বাড়লেও পরিকল্পনা করে কাজ করুন। উন্নতির সম্ভাবনা। ব্যবসা গতানুগতিক। বিনিয়োগের জন্য সময়ের অপেক্ষায় থাকুন।

কুম্ভ রাশি – ব্যবসায় নতুন বিনিয়োগের উপযুক্ত দিন আজ। ভবিষ্যতে ভাল আয়ের সম্ভাবনা। কর্মস্থলে মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রশংসা লাভের যোগ। দূর ভ্রমণের সম্ভাবনা।

মীন রাশি – কর্মস্থলে চাপ থাকবে। আত্মবিশ্বাসের সঙ্গেই সেই কাজ যথা সময়ে শেষ করতে সক্ষম হবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা। তবে বড় ধরনের বিনিয়োগ এখন না করাই ভাল। কাছে বা দূরে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।