Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • কোনও রাজনৈতিক নেতাদের নিয়ে মিটিং করা যাবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। নির্দেশ হাইকোর্টের।
  • বিচারপতি যশবন্ত বর্মাকে সব কাজ থেকে সরান। দেশের প্রধান বিচারপতিকে চিঠি। চিঠি ছয় রাজ্যের বার অ্যাসোসিয়েশনের প্রধানদের। তাঁদের সঙ্গে দেখা করবেন সঞ্জীব খান্না।
  • ‘নগদকাণ্ডে’র তদন্তে আট পুলিশকর্মীর মোবাইল বাজেয়াপ্ত করল দিল্লি পুলিশ। সকলের ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে ১৪ মার্চ উদ্ধার হয়েছিল বিপুল টাকা।
  • বাজেট অধিবেশনে পাশ হওয়া তিনটি বিলে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। বাকি রয়েছে আরও দুটি বিলের অনুমোদন। বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে শেষ দুই দিনে পাঁচটি অর্থ বিল পাশ করিয়েছিল রাজ্য সরকার। 
  • জগদ্দলে গুলি-বোমাবাজির ঘটনায় পুলিশি তলবে সাড়া দিলেন না অর্জুন সিং। ‘এত খারাপ সময় আসেনি যে আমি গুলি চালাব’। মন্তব্য অর্জুন সিং-এর।
  • মহিলা তৃণমূলের নয়া কর্মসূচি ঘোষণা। ১ এপ্রিল-১৫ মে পর্যন্ত ‘অঞ্চলে আঁচল’। ১৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত ‘তোমার ঠিকানা উন্নয়নের নিশানা’। ১৫ এপ্রিল গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল মহিলা তৃণমূলের।
  • রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে দ্রুত নির্বাচনের নির্দেশ। ছাত্রভোট নিয়ে কী ভাবছে রাজ্য। রাজ্য সরকার এবং উচ্চ শিক্ষা দফতরের থেকে হলফনামা তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমার নির্দেশ।
  • রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে ‘না’। বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশি নিরাপত্তার নির্দেশ। ছাত্রদের আন্দোলনে পুলিশি শক্তি প্রয়োগ করা যাবে না। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের।
  • পাণ্ডবেশ্বরে ধুন্ধুমার। দেহ উদ্ধার ঘিরে তুলকালাম। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। ইটের আঘাতে আহত এক পুলিশকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ।
  • উত্তপ্ত জগদ্দল। অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি, বোমা। গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী।
  • দাবানলের গ্রাসে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বের বিস্তীর্ণ অঞ্চল। মৃত বেড়ে ৫৪। দাবানলে ভস্মীভূত ১৩০০ বছরের পুরনো একটি বৌদ্ধ মন্দির। ইতিমধ্যে দাবানলে প্রায় ৪৩ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
  • প্রধানমন্ত্রীর নয়া আর্থিক উপদেষ্টা হচ্ছেন প্রাক্তন ইডি কর্তা সঞ্জয় মিশ্র। নরেন্দ্র মোদী নিজেই তাঁকে পূর্ণ সময়ের সদস্য হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।
  • চলতি বছর প্রাথমিকের দ্বিতীয় এবং তৃতীয় সার্বিক মূল্যায়নের প্রশ্ন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ‘স্কুলগুলি নিজেরা প্রশ্ন করলে প্রশ্নের মান নিয়ে প্রশ্ন ওঠে। পর্ষদ প্রশ্ন করলে একটা নির্দিষ্ট মান থাকবে। পড়ুয়ার অগ্রগতিও জানতে পারবে পর্ষদ’। জানান পর্ষদ সভাপতি গৌতম পাল।
  • স্বমহিমায় দিলীপ ঘোষ। নদিয়ার গাংনাপুরে ‘চায়ে পে চর্চা’য় তৃণমূলের মহিলা নেত্রী, কর্মীদের ‘হিড়িম্বা’, ‘পুতনা’, ‘শূর্পণখা’ আখ্যা। বিজেপি নারীদের সম্মান দিতে জানেই না। জবাব তৃণমূলের।
  • ছুটির দিনেও চালু দুই পুর দফতর। শুরু বিতর্ক। ঈদ উপলক্ষে ৩১ মার্চ ছুটি। ছুটির দিন খোলা থাকবে পুরসভার ট্রেজারি এবং অ্যাসেসর-কালেক্টর (সাউথ) বিভাগ। পুরসভার বিজ্ঞপ্তিতে বিতর্ক।
  • ইজরায়েলি হানায় হত হামাসের প্রধান মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া-সহ ৮জন। বিক্ষোভ প্যালেস্টাইনিদের একাংশের। নতুন করে হামলার জন্য তাঁরা দুষছেন হামাসকেই।
  • আগামী ৪-৫ দিনে ৪-৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে পারদ। সপ্তাহান্তে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
  • New Date  
  • New Time  
দৈনিক রাশিফল , ৯ মে, ২০২৪ বৃহস্পতিবার

9
May 2024

দৈনিক রাশিফল , ৯ মে, ২০২৪ বৃহস্পতিবার

মেষ রাশি – পরিকল্পনা করে কাজ করলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা। আশাতীত অর্থাগম হতে পারে আজ। ব্যবসায় শ্রী বৃদ্ধির যোগ। দিনের শেষ কোনও খবরে উৎফুল্ল হতে পারেন।    

বৃষ রাশি  — ব্যবসায় কোনও বাধা না থাকলেও লেনদেনের বিষয়ে সতর্ক থাকবেন। প্রতারকদের হাত থেকে সাবধান। আশাতীত সাফল্যের যোগ আজ। কর্মস্থলে শত্রুর মোকাবিলা করতে হতে পারে। পদোন্নতির সম্ভাবনা।    

মিথুন রাশি – কর্মস্থলে চাপ থাকা সত্ত্বেও আপনি সাফল্যের সঙ্গেই তা শেষ করতে সক্ষম হবেন। দায়িত্ব-সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায় আশানুরূপ সাফল্যের সম্ভাবনা রয়েছে। কাছে-দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা।

কর্কট রাশি  –দীর্ঘদিনের আটকে থাকা কোনও কাজ আজ সম্পন্ন হতে পারে। ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটি ভাবুন। আপনার অল্পেতেই মেজাজ হারানো ঠিক না। সহকর্মীদের সঙ্গে অযথা বিতর্কে জড়িয়ে যেতে পারেন।

সিংহ রাশি  — আপনার আত্মবিশ্বাসের উপর নির্ভর করেই আপনি কর্মস্থলে সাফল্য পাবেন। সহকর্মীদের সাহায্যে সঠিকভাবেই কাজ শেষ করতে পারবেন। ব্যবসায় বড় কোনও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।   

কন্যা রাশি –- আপনার নিজের বুদ্ধিবলেই আপনি কর্মস্থলে সকলের মন জয় করতে পারবেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। ব্যবসায় সাফল্য লাভ। গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে পারেন আজকের দিনটিতে।   

তুলা রাশি  — ব্যবসা গতানুগতিক। তবে লেনদেনের বিষয়ে সতর্ক থাকবেন। নতুবা বিপদে পড়তে পারেন। কারো সঙ্গে অযথা বিতর্কে না জড়ানোই ভাল। কর্মস্থলে শত্রুদের থেকে সাবধানে থাকবেন।     

বৃশ্চিক রাশি –  কর্মস্থলে চাপ বাড়বে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। হঠাৎ প্রশংসা জুটতে পারে। ব্যবসায় সাফল্যলাভের সম্ভাবনা। নতুন বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।   

ধনু রাশি –  কর্মস্থলে কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নতি। পরিকল্পনা করে কাজ করার চেষ্টা করুন। প্রতারকদের হাত থেকে সাবধান। ব্যবসায় লাভের সম্ভাবনা। তবে লেনদেনের বিষয়ে সতর্ক থাকবেন।  

মকর রাশি – অপ্রত্যাশিত অর্থলাভের যোগ আজ। শিল্পীদের জন্য় দিনটি অত্যন্ত শুভ। কর্মস্থলে প্রতিযোগিতা থাকলেও আপনার উন্নতির সম্ভাবনা প্রবল। ব্যবসায় আয় বৃদ্ধির যোগ।

কুম্ভ রাশি – কর্মস্থলে উন্নতির সম্ভাবনা। দায়িত্ব ও সম্মান বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায় উন্নতির যোগ। ভাল কোনও সুযোগ আজ আসতে পারে। সদ্ব্যবহার করুন।কোনও সেবামূলক কাজে আজ ব্যস্ত থাকার সম্ভাবনা। বাড়ি বা জমি ক্রয়ের শুভ সময়।   

মীন রাশি – কর্মস্থলে শত্রুরা সক্রিয় থাকবে। তবুও আপনার প্রয়োজনীয় কাজ যথাসময়েই আপনি শেষ করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে সম্মান লাভের সম্ভাবনা। ব্যবসায় গতি আসবে। তবে বড় ধরনের বিনিয়োগ এখন না করাই ভাল।  

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​