মেষ রাশি – পরিকল্পনা করে কাজ করলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা। আশাতীত অর্থাগম হতে পারে আজ। ব্যবসায় শ্রী বৃদ্ধির যোগ। দিনের শেষ কোনও খবরে উৎফুল্ল হতে পারেন।
বৃষ রাশি — ব্যবসায় কোনও বাধা না থাকলেও লেনদেনের বিষয়ে সতর্ক থাকবেন। প্রতারকদের হাত থেকে সাবধান। আশাতীত সাফল্যের যোগ আজ। কর্মস্থলে শত্রুর মোকাবিলা করতে হতে পারে। পদোন্নতির সম্ভাবনা।
মিথুন রাশি – কর্মস্থলে চাপ থাকা সত্ত্বেও আপনি সাফল্যের সঙ্গেই তা শেষ করতে সক্ষম হবেন। দায়িত্ব-সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায় আশানুরূপ সাফল্যের সম্ভাবনা রয়েছে। কাছে-দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা।
কর্কট রাশি –দীর্ঘদিনের আটকে থাকা কোনও কাজ আজ সম্পন্ন হতে পারে। ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটি ভাবুন। আপনার অল্পেতেই মেজাজ হারানো ঠিক না। সহকর্মীদের সঙ্গে অযথা বিতর্কে জড়িয়ে যেতে পারেন।
সিংহ রাশি — আপনার আত্মবিশ্বাসের উপর নির্ভর করেই আপনি কর্মস্থলে সাফল্য পাবেন। সহকর্মীদের সাহায্যে সঠিকভাবেই কাজ শেষ করতে পারবেন। ব্যবসায় বড় কোনও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
কন্যা রাশি –- আপনার নিজের বুদ্ধিবলেই আপনি কর্মস্থলে সকলের মন জয় করতে পারবেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। ব্যবসায় সাফল্য লাভ। গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে পারেন আজকের দিনটিতে।
তুলা রাশি — ব্যবসা গতানুগতিক। তবে লেনদেনের বিষয়ে সতর্ক থাকবেন। নতুবা বিপদে পড়তে পারেন। কারো সঙ্গে অযথা বিতর্কে না জড়ানোই ভাল। কর্মস্থলে শত্রুদের থেকে সাবধানে থাকবেন।
বৃশ্চিক রাশি – কর্মস্থলে চাপ বাড়বে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। হঠাৎ প্রশংসা জুটতে পারে। ব্যবসায় সাফল্যলাভের সম্ভাবনা। নতুন বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
ধনু রাশি – কর্মস্থলে কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নতি। পরিকল্পনা করে কাজ করার চেষ্টা করুন। প্রতারকদের হাত থেকে সাবধান। ব্যবসায় লাভের সম্ভাবনা। তবে লেনদেনের বিষয়ে সতর্ক থাকবেন।
মকর রাশি – অপ্রত্যাশিত অর্থলাভের যোগ আজ। শিল্পীদের জন্য় দিনটি অত্যন্ত শুভ। কর্মস্থলে প্রতিযোগিতা থাকলেও আপনার উন্নতির সম্ভাবনা প্রবল। ব্যবসায় আয় বৃদ্ধির যোগ।
কুম্ভ রাশি – কর্মস্থলে উন্নতির সম্ভাবনা। দায়িত্ব ও সম্মান বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায় উন্নতির যোগ। ভাল কোনও সুযোগ আজ আসতে পারে। সদ্ব্যবহার করুন।কোনও সেবামূলক কাজে আজ ব্যস্ত থাকার সম্ভাবনা। বাড়ি বা জমি ক্রয়ের শুভ সময়।
মীন রাশি – কর্মস্থলে শত্রুরা সক্রিয় থাকবে। তবুও আপনার প্রয়োজনীয় কাজ যথাসময়েই আপনি শেষ করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে সম্মান লাভের সম্ভাবনা। ব্যবসায় গতি আসবে। তবে বড় ধরনের বিনিয়োগ এখন না করাই ভাল।