প্রবীর মুখার্জি, সাংবাদিকঃ মেষ রাশি — কর্মস্থলে পরিকল্পনা করে কাজ করার চেষ্টা করুন। অসাধারণ সাফল্য লাভ করবেন আপনি। আপনার আত্মবিশ্বাসই আপনাকে নিশ্চিত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় ভেবেচিন্তে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা। লেনদেনে সতর্ক থাকুন।
বৃষ রাশি — কর্মস্থলে চাপ থাকলেও প্রয়োজনীয় কাজ যথাসময়েই শেষ করতে সক্ষম হবেন। হঠাৎ প্রশংসা জুটে যেতে পারে। ব্যবসায় আশাতীত সাফল্যের যোগ রয়েছে। তবে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকবেন। বড় ধরনের কোনও বিনিয়োগের আগে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
মিথুন রাশি — কর্মস্থলে দায়িত্ব ও সম্মান বৃ্দ্ধির সম্ভাবনা। পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায় আশাতীত সাফল্যের যোগ রয়েছে। নতুন কোনও সুযোগ আসতে পারে। হাতছাড়া করা উচিত হবে না। দিনের শেষে কোনও বিশেষ খবরে আপনার মন উৎফুল্ল থাকবে।
কর্কট রাশি — কর্মস্থলে চোখ-কান খোলা রেখে কাজ করুন। সহকর্মীদের শত্রুতা বৃদ্ধির যোগ। তবে আপনার বুদ্ধিমত্তা দিয়ে সবকিছু জয় করতে পারবেন। দীর্ঘদিনের আটকে থাকা কোনও কাজ আজ সম্পন্ন করতে পারবেন। ব্যবসায় শ্রী বৃ্দ্ধির যোগ রয়েছে। আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। তবে সতর্ক থাকবেন।
সিংহ রাশি — আপনার ব্যবহার ও কাজের মাধ্যমে কর্মস্থলে সকলের প্রশংসা কুড়োবেন। পদোন্নতির সম্ভাবনা। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কাজের অনুকূল পরিবেশ থাকবে। দূরে কোথাও বদলি হতে পারেন। বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় লেনদেন ভালই। একটু সতর্ক থাকবেন।
কন্যা রাশি –- অন্যের আশায় বসে না থেকে নিজের বুদ্ধি দিয়ে কাজ করুন। সাফল্য আসবে। কর্মস্থলে আপনার কাজ প্রশংসিত হতে পারে। ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রলোভন এড়িয়ে না চললে আপনারই বিপদের সম্ভাবনা। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। একটা দারুন কোনও খবর আজ পেতে পারেন।
তুলা রাশি — আপনার আত্মবিশ্বাস আপনাকে নিশ্চিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কর্মস্থলে আপনার সাফল্য অন্য়ের কাছে ঈর্ষার কারণ হতে পারে। তবে সেদিকে মাথা না ঘামিয়ে নিজের কাজ করে যান। ব্যবসা গতানুগতিক। তবে বড় ধরনের বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বৃশ্চিক রাশি — কর্মস্থলে চাপ বেশি থাকবে। পরিকল্পনা করে কাজ করার চেষ্টা করুন। সাফল্য আসবে। প্রতিযোগিতা থাকলেও কর্মস্থলে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। প্রশংসা জুটতে পারে। ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। অভাবনীয় কোনও সুযোগ আজ আসতে পারে। সদ্ব্যবহার করুন।
ধনু রাশি — সহকর্মীদের সহযোগিতায় কর্মস্থলে প্রয়োজনীয় কাজ শেষ করতে সক্ষম হবেন। শত্রুতা সত্ত্বেও কর্মস্থলে আপনার উন্নতি সম্ভব। ব্যবসায় লাভের সম্ভাবন রয়েছে। বিনিয়োগ করতেই পারেন। দীর্ঘদিনের আটকে থাকা কোনও পাওনা টাকা আজ পেতে পারেন। সামাজিক সম্মান লাভের প্রবল সম্ভাবনা।
মকর রাশি — কর্মে সাফল্যের সুবাদে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। কর্মে দায়িত্ব ও প্রতিপত্তি বৃ্দ্ধির সম্ভাবনা। উপার্জন বৃদ্ধির প্রবল সম্ভাবনা আজ। পদোন্নতির সম্ভাবনা। ব্যবসায় বাধা দূর হয়ে ভালো সময়। বিনিয়োগের সেরা সময় এখন। আশাতীত উপার্জনের সম্ভাবনা।
কুম্ভ রাশি — কর্মস্থলে চাপ থাকলেও প্রয়োজনীয় কাজ শেষ করুন খুব ঠাণ্ডা মাথায়। পরিকল্পনা করে কাজ করার চেষ্টা করুন। ব্যবসায় সাফল্য থাকলেও আপনার ধৈর্যের প্রয়োজন রয়েছে। বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রতারকদের থেকে সাবধানে থাকুন।
মীন রাশি — কর্মব্যস্ততা থাকলেও কুছ পরোয়া নেহি। ধৈর্য ধরে মাথা ঠাণ্ডা করে কাজ করুন। সাফল্য আসবেই। কারণ দিনটি আপনার অনুকূল। ব্যবসায় সাফল্যের সম্ভাবনা। তবে লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন এদিন। নতুন সুযোগ আসতে পারে আজ।