Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • নবান্নের কাছে ধর্নায় শর্তসাপেক্ষে অনুমতি গ্রুপ-ডি ঐক্য মঞ্চের সদস্যদের। নবান্ন বাস স্ট্যান্ডের পরিবর্তে ধর্না দিতে হবে মন্দিরতলা বাস স্ট্যান্ডে। ধর্না শেষে পাঁচ জন নবান্নে গিয়ে মুখ্যসচিবের কাছে স্মারকলিপি জমা দেবেন। নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ১১-১৩ নভেম্বর ধর্নার অনুমতি চেয়েছিলেন গ্রুপ-ডি ঐক্য মঞ্চ।
  • শহরের কোথায় কোথায় ধর্না দেওয়া যাবে, কোথায় যাবে না, এটা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা উচিত রাজ্য সরকারের। নির্দেশিকাও বানিয়ে রাখা উচিত সরকারের। পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
  • সলমন রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল দিল্লি হাইকোর্ট। ১৯৮৮ সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন ওই বইটি আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
  • ফের খুনের হুমকি সলমন খানকে। মুম্বইয় ট্রাফিক কন্ট্রোল রুমে হুমকি বার্তা আসে। লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই হুমকির নেপথ্যে। তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
  • চট্টগ্রামে হিন্দুদের উপর হামলার অভিযোগ পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অত্যাচারের ভিডিয়ো। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। হিন্দুদের উপরে হামলার ঘটনায় বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপের আর্জি ভারত সরকারের। হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতেও বলেছে নয়াদিল্লি।
  • কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেল পিএম বিদ্যালক্ষ্মী প্রকল্প। এই কর্মসূচিতে নিম্নমধ্যবিত্ত পরিবারের মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষায় ঋণ দেবে কেন্দ্র। ৭০টি বিভিন্ন আর্থিক সহায়তা কর্মসূচি থাকবে এই প্রকল্পের আওতায়। এই প্রকল্পে ঋণের ক্ষেত্রে কোনও গ্যারেন্টার লাগবে না। জানান কেন্দ্রীয় তথ্যমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
  • ২৫ নভেম্বর থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে অধিবেশন। ২৬ নভেম্বর সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস পালন হবে। ওয়াকফ বিল নিয়ে এই অধিবেশনে রিপোর্ট পেশ করতে পারে সরকার।
  • রেশন কার্ডে বরাদ্দ চাল ও গমের পরিমাণে বদল আনা হচ্ছে। রেশন কার্ডে ৩ কেজি চালের পরিবর্তে আড়াই কেজি চাল পাওয়া যাবে। গম ২ কেজির পরিবর্তে আড়াই কেজি পাওয়া যাবে। রেশনে চাল ও গমের পরিমাণ সমান করতেই এই সিদ্ধান্ত কেন্দ্রের। ১ নভেম্বর থেকেই সমস্ত রেশন দোকানে এই নিয়ম চালু করতে বলা হয়েছে।
  • New Date  
  • New Time  
দৈনিক রাশিফল , ২০ মে, ২০২৪ সোমবার

20
May 2024

দৈনিক রাশিফল , ২০ মে, ২০২৪ সোমবার

মেষ রাশি —  কর্মস্থলে চাপ থাকবে। পরিশ্রমের মাধ্যমে সাফল্যের সম্ভাবনা। সহকর্মীদের সহযোগিতায় প্রয়োজনীয় কাজ শেষ করতে পারবেন। ব্যবসা গতানুগতিক। বড় ধরনের কোনও ঝুঁকি এড়িয়ে চলাই ভালো। লেনদেনে সতর্ক থাকবেন। প্রলোভনে পা দেবেন না।   

বৃষ রাশি  —  সহকর্মীদের সাহায্য পাবেন। কর্মস্থলে প্রয়োজনীয় কাজ সঠিক সময়েই শেষ করতে পারবেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। কর্মে প্রশংসা লাভ। দূরে কোথাও বদলি হতে পারেন। ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন। আর্থিক উন্নতির সম্ভাবনা। আকর্ষণীয় কোনও সুযোগ আসতে পারে। সদ্ব্যবহার করুন।     

মিথুন রাশি  —  কর্মস্থলে আপনার পরিকল্পনায় মোহিত হয়ে যাবে উর্দ্ধতন কর্তৃপক্ষ। কাজের প্রশংসা জুটতে পারে। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পদোন্নতির যোগ প্রবল। ব্যবসায় বাধা । ধৈর্য ধরুন। সঠিক সময়ের অপেক্ষায় থাকুন। বিনিয়োগে বাধা নেই। লেনদেন করুন। দীর্ঘদিনের আটকে থাকা কোনও টাকা আজ পেতে পারেন।  

কর্কট রাশি  — কর্মস্থলে অনুকূল পরিবেশ। পরিকল্পনা করে কাজ করুন। সহকর্মীরা শত্রুতা না করলেও সাহায্যের আশা করবেন না তাদের থেকে। নিজের কাজ নিজেই করুন। মাথা ঠাণ্ডা রাখুন। হঠাৎ প্রশংসা জুটতে পারে। ব্যবসায় বড় ধরনের বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। লেনদেনে সতর্ক থাকবেন। প্রলোভনে পা দেবেন না। কাউকে হঠাৎ করে বিশ্বাস করে ফেলবেন না।

সিংহ রাশি  —  কর্মস্থলে প্রবল চাপ থাকবে। ধৈর্য ধরে কাজ করুন। মাথা ঠাণ্ডা রাখুন। সহকর্মীদের সাহায্য পাবেন। দায়িত্ব ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায় কঠোর পরিশ্রমের প্রয়োজন। লাভ ভালোই। শেয়ার বা ফাটকায় বিনিয়োগ এখনও নয়। ভবিষ্যতের অপেক্ষায় থাকুন। লেনদেনে সতর্ক থাকবেন।    

কন্যা রাশি –-কর্মস্থলে সহকর্মীদের শত্রুতা সত্ত্বেও আপনার উন্নতিতে কোনও বাধা হবে না। নিজের আত্মবিশ্বাসের উপর ভর করে নিশ্চিত লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। মাথা ঠাণ্ডা রাখুন। কারোর পাতা ফাঁদে পা দেবেন না। বিতর্কে না জড়ানোই ভালো। ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল। বিনিয়োগে কোনও বাধা নেই। লেনদেনের বিষয়ে সতর্ক থাকবেন।

তুলা রাশি  — আপনার বিচক্ষণতা আপনাকে কর্মস্থলে এনে দেবে সাফল্য। তবে সতর্ক থাকবেন। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। দায়িত্ব ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায় সাফল্যের সম্ভাবনা প্রবল। ভালো কোনও সুযোগ আজ আসতে পারে। একটু ভেবে তা গ্রহণ করুন। ভবিষ্যতে আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। সামাজিক সম্মান লাভের সম্ভাবনা।  

বৃশ্চিক রাশি  — কর্মস্থলে দায়িত্ব ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা। উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা। বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকবেন। বড় ধরনের বিনিয়োগে এখনই না করাই ভালো। সামাজিক সম্মান লাভের যোগ রয়েছে।  

ধনু রাশি —  কর্মস্থলে চাপ থাকলেও প্রয়োজনীয় কাজ যথাসময়ে শেষ করতে সক্ষম হবেন। প্রতিযোগিতা থাকলেও আপনার উন্নতির সম্ভাবনা প্রবল। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। লেনদেনের বিষয়ে সতর্ক থাকবেন। সামাজিক প্রতিপত্তি লাভের সম্ভাবনা। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে।  

মকর রাশি —  আপনার আত্মবিশ্বাসই আপনাকে সফলতা এনে দেবে। কর্মস্থলে অনুকূল পরিস্থিতি। উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। পদোন্নতির সম্ভাবনা। ভালো কাজের সুযোগ আসতে পারে। ব্যবসাতেও আসতে বড় ধরনের কোনও সুযোগ। সদ্ব্যবহার করুন। লাভ ভালোই। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য আসবে।

কুম্ভ রাশি — কর্মস্থলে চাপ থাকবে। মাথা ঠাণ্ডা করে কাজ করুন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। হঠাৎ প্রশংসা জুটতে পারে। ব্যবসায় বাধা নেই। তবে বিনিয়োগের আগে প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। ধৈর্য ধরুন। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা প্রবল।

মীন রাশি —  কর্মস্থলে পরিকল্পনা করে কাজ করার চেষ্টা করুন। সহকর্মীদের সাহায্যে কার্যোদ্ধার করতে সক্ষম হবেন। ব্যবসায় কঠোর পরিশ্রমের মাধ্যমে আর্থিক উন্নতির সম্ভাবনা। প্রলোভন এড়িয়ে চলাই ভালো। সপরিবারে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​