প্রবীর মুখার্জি, সাংবাদিকঃ মেষ রাশি – আত্মবিশ্বাসে ভর করেই আপনি নিশ্চিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । কোনও খবরে আপনার মন ভাল হয়ে যেতে পারে। ব্যবসায় আশাতীত সাফল্যের যোগ। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা।
বৃষ রাশি — কর্মস্থলে অনুকূল পরিবেশ। প্রয়োজনীয় কাজ শেষ করুন এদিনই। ভবিষ্যতের জন্য ফেলে রাখবেন না। ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা। তবে লেনদেনের বিষয় সতর্ক থাকুন। অপরিচিতকে হঠাৎ করে বিশ্বাস না করাই ভাল।
মিথুন রাশি — কর্মস্থলে শত্রুতা বৃদ্ধির যোগ। তবে মাথা ঠাণ্ডা রেখে নির্দিষ্ট পরিকল্পনা করে কাজ করুন। প্রশংসা জুটতে পারে। ব্যবসায় আশাতীত লাভের যোগ রয়েছে। বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন ।
কর্কট রাশি — আজকের দিনে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা-চিন্তার প্রয়োজন। ব্যবসায় সাফল্যের সম্ভাবনা। নতুন সুযোগ আসতে পারে। হাতছাড়া করবেন না। কর্মস্থলে উপযুক্ত পরিবেশ বজায় থাকবে। পরিকল্পনা করে কাজ করুন।
সিংহ রাশি — ব্যবসায় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা আজ। নতুন সুযোগের সদ্ব্যবহার করুন। কর্মস্থলে দায়িত্ব ও উপার্জন বৃদ্ধির যোগ। পদোন্নতির সম্ভাবনা। চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণের যোগ।
কন্যা রাশি –- আপনার নিজের বুদ্ধিবলেই কর্মস্থলে কার্যোদ্ধার করতে সক্ষম হবেন। প্রলোভন এড়াতে পারলে আপনারই মঙ্গল। কর্মস্থলে সহকর্মীদের সাহায্যলাভ। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। বড় ধরনের ঝুঁকি এখনই নেওয়া উচিত হবে না।
তুলা রাশি — কর্মস্থলে প্রশংসা লাভ। চাকরিতে বদলির সম্ভাবনা। ব্যবসায় লাভের সম্ভাবনা খুব একটা নেই আজ। তবে ধৈর্য ধরুন। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
বৃশ্চিক রাশি — আত্মবিশ্বাসই আপনাকে উন্নতির চরমশিখরে পৌঁছে দেবে। আপনাকে শুধু মাথা ঠাণ্ডা রেখে সঠিক পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। কর্মস্থলে জনপ্রিয়তা বাড়বে। সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায় আশাতীত সাফল্যের যোগ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন ।
ধনু রাশি — কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পাবেন। তবে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা। মাথা ঠাণ্ডা করে প্রয়োজনীয় কাজ শেষ করার চেষ্টা করুন। ব্যাবসা গতানুগতিক। ভবিষ্যতের জন্য সুযোগের অপেক্ষায় থাকুন। ধৈর্য ধরুন। সাফল্য আসবে।
মকর রাশি – কর্মস্থলে কাজের চাপ। সঠিক পরিকল্পনা করে কাজ করতে পারলে সাফল্যের যোগ। ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ। বড় ধরনের বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। লেনদেনের বিষয়ে সতর্ক থাকবেন।
কুম্ভ রাশি – কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্মস্থলে সাফল্যের সম্ভাবনা। আপনার কর্মদক্ষতা প্রশংসাযোগ্য। উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। ব্যবসা গতানুগতিক। আজ বিনিয়োগের চিন্তা ভাবনা না করাই ভাল। ভবিষ্যতে সুযোগের অপেক্ষায় থাকুন।
মীন রাশি — কর্মস্থলে দায়িত্ব ও প্রতিপত্তি বৃ্দ্ধির সম্ভাবনা। পদোন্নতির যোগ প্রবল। দূরের কোথাও বদলি হতে পারেন। বিদেশে চাকরির সুযোগ আসতে পারে আজ। ব্যবসায় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা। পরিকল্পনা করে এগোতে পারলে আপনাকে রোখার সাধ্য কারো নেই।