Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • মোদী-ট্রাম্পের মধ্যে চার ঘণ্টা বৈঠক। সামরিক ক্ষেত্রে ভারতকে সাহায্যের প্রতিশ্রুতি আমেরিকার। F-35 যুদ্ধবিমান ছাড়াও জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র, C-130 J সুপার হারকিউলিস, C-17 গ্লোবমাস্টার থ্রি, P-81 পোসাইডন বিমান, CH-47F চিনুক, MH-60 R সিহকস, AH-64E অ্যাপাচে, হার্পুন ক্ষেপণাস্ত্র, M-777 হাউয়িৎজার, এবং MQ-9B মতো সামরিক সরঞ্জাম নিয়ে নিয়েও দু’দেশের মধ্যে কথা হয়েছে।
  • আমেরিকা,ইজরায়েলের হুঁশিয়ারিতে সুর নরম হামাসের। রাজি পণবন্দি মুক্তিতে। কাতারের মধ্যস্থতায় এবং আমেরিকা ও মিশরের প্রচেষ্টায় গত ১৫ জানুয়ারি রাতে যুদ্ধবিরতিতে রাজি হয় ইজরায়েল সরকার এবং হামাস। ১৯ জানুয়ারি রাত থেকে তা কার্যকর হয়েছে।
  • শক্তি, প্রতিরক্ষা, প্রযুক্তি-সহ একাধিক খাতে ৫০০ বিলিয়ন ডলার বরাদ্দ দুই দেশের। ২০৩০ সালের মধ্যে সেই বরাদ্দ করা হবে। মহাকাশ গবেষণায় যৌথ ভাবে কাজ করবে নাসা-ইসরো।
  • মোদী-ট্রাম্প বহু প্রতিক্ষিত সাক্ষাত। ভারত-আমেরিকার বাণিজ্য দ্বিগুণ করার প্রতিশ্রুতি। ২০৩০ সালের মধ্যে দুই দেশের বাণিজ্য দ্বিগুণ হবে। ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর আদলেই ‘মেক ইন্ডিয়া গ্রেট এগেইন’-এর স্লোগান মোদীর।
  • ভারত ও আমেরিকার মধ্যে আকর্ষণীয় বাণিজ্য-চুক্তি হতে চলেছে। তবে বাণিজ্য বৃদ্ধি হলে শুল্কযুদ্ধ চলবে কিনা তা স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দশম বার আমেরিকা সফর সারলেন নরেন্দ্র মোদী।
  • ‘আমেরিকা বাংলাদেশের সঙ্গে কোনওভাবেই জড়িত নয়’। ‘বাংলাদেশের সমস্যা সমাধানের ভার আমি মোদীর ওপর ছেড়ে দিলাম’। জানান ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও কথা হয় দুই রাষ্ট্রনেতার।
  • নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প। ‘উনি ভারতে দারুণ কাজ করছেন’। ‘আমার সঙ্গে ওর এক সুন্দর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে’। জানান ট্রাম্প।
  • মোদীর আমেরিকা সফরে বড় কূটনৈতিক জয়। তাহাউর রানাকে প্রত্যর্পণের কথা ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। ২০০৮-এর মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত রানা। বারবার রানাকে প্রত্যর্পণের আর্জি জানিয়েছে ভারত। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট রানাকে ভারতে প্রত্যর্পণের সিদ্ধান্তে সিলমোহর দেয়। ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ করা হয়। 
  • ভারতের সামরিক শক্তি বাড়াতে উদ্যোগী আমেরিকা। ভারতকে আমেরিকার সর্বোচ্চ শক্তিশালী F-35 স্টেলথ যুদ্ধবিমান বিক্রির জন্য প্রস্তুত আমেরিকা। সিঙ্গল ইঞ্জিন ও এক জন চালকের বসার জায়গা নিয়ে তৈরি এই যুদ্ধবিমান। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানগুলির মধ্যে অন্যতম F-35।
  • মার্কিন সফরে ইলন মাস্ক-নরেন্দ্র মোদী সাক্ষাত। প্রায় ৫৫ মিনিট আলোচনা মোদী-মাস্কের। ভারতে স্টারলিংকের ব্যবসা শুরু করার বিষয়ে আলোচনা। মাস্ক ও মোদীর বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
  • মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন। মুখ্যমন্ত্রীর ইস্তফার পর মণিপুরে রাষ্ট্রপতি শাসন। কয়েক আগেই ইস্তফা দেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ৯ ফেব্রুয়ারি ইস্তফা দেন বীরেন সিং।
  • কর্মরত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজ্যকে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের। স্বরাষ্ট্র দফতরকে একটি টিম গঠনেরও নির্দেশ। নিরাপত্তা সংক্রান্ত আলোচনার পর খসড়া নোটিস তৈরি করবে টিম। সেই অনুযায়ী প্রিন্সিপাল সেক্রেটারি পদক্ষেপ করবেন।
  • New Date  
  • New Time  
পাশের হার

8
May 2024

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। গত বছরের তুলনায় বেড়েছে পাশের হার।

৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। ৮ মে বুধবার দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭লক্ষ ৫৫হাজার ৩২৪জন। যার মধ্যে পাস করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পাশের হার ৯০শতাংশ।

নাজিয়া রহমান, সাংবাদিক : ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। ৮ মে বুধবার দুপুর 1টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭লক্ষ ৫৫হাজার ৩২৪জন। যার মধ্যে পাস করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পাশের হার ৯০,শতাংশ। ২০২৩-এ পাশের হার ছিল ৮৯.২৫ শতাংশ, যা এবার ছাত্রদের পাশের হার ৯২.৩২ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৮.১৮ শতাংশ। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্র পরীক্ষার্থীর তুলনায় বেশি থাকলেও পাশের হারে ছাত্রীদের টেক্কা দিয়েছে ছাত্ররা। উচ্চ মাধ্যমিকের প্রথম ১০এ রয়েছে ৫৮ জন পড়ুয়া। এর মধ্যে ছাত্র ৩৫ ও ছাত্রী ২৩ জন। মেধা তালিকায় কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। মেধা তালিকায় সবচেয়ে বেশি জায়গা পেয়েছে হুগলির ছাত্রছাত্রীরা।
মেধাতালিকা-

উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে আলিপুরদুয়ারের অভীক দাস, প্রাপ্ত নম্বর ৪৯৬।
দ্বিতীয় হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা। প্রাপ্ত নম্বর ৪৯৫ ।
তৃতীয় স্থান পেয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অভিষেক গুপ্ত। প্রাপ্ত নম্বর ৪৯৪।
মেধা তালিকায় যুগ্ম ভাবে চতুর্থ প্রতীচী রায় তালুকদার ও স্নেহা ঘোষ।প্রতীচী কোচবিহারের সুনীতি একাডেমি ও শ্রেয়া চন্দননগরের কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৩।
মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ৭ পড়ুয়া। তারা হল, কাঁথির কন্টাই হাই স্কুলের সায়ন্তন মাইতি, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের সুস্বাতী কুন্ডু, মালদার বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দিরের সুপ্তোত্থিতা সরকার, কলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সৌনক কর, বীরভূমের নবনালন্দা শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়ের সানন্দা রায়, বাঁকুড়ার কেন্দুয়াডিহি হাই স্কুলের অঙ্কিত পাল ও মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অর্ণব কর্মকার। এরা প্রত্যেকেই পেয়েছে ৪৯২।

মেধাতালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ৭জন পড়ুয়া। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯১। কৃতীরা হল, হুগলির মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের রুদ্র দত্ত, দক্ষিণ ২৪পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নিলয় চট্টোপাধ্যায়, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের শুভদীপ সিনহা মহাপাত্র, কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির মনস্বী চন্দ, হুগলি কলেজিয়েট স্কুলের অভ্রকিশোর ভট্টাচার্য, বীরভূমের রামপুরহাট জীতেন্দ্রলাল বিদ্যাভবনের সৌম্যজিৎ নন্দী, পূর্ব বর্ধমানের মেমারি ভি এস ইনস্টিটিউশনের আফরিন মণ্ডল ও বাঁকুড়ার ইন্দপুর গোয়েঙ্কা হাই স্কুলের অনিমেষ লায়েক।

৪৯০ পেয়ে সপ্তম স্থান পেয়েছে ৫ পড়ুয়া। তারা হল, বাঁকুড়া গভর্নমেন্ট জেলা স্কুলের সৌমিক ধবল, হুগলি কলেজিয়েট স্কুলের ঋতব্রত দাস, বাঁকুড়ার সিমলি পাল মদন মোহন হাই স্কুলের বিদিশা সন্নিগ্রাহী, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশান হাই স্কুলের অঙ্কিতা সরকারের, হুগলির আরামবাগ হাই স্কুলের মহম্মদ শাহিদ।

মেধা তালিকায় অষ্টম স্থানে রয়েছে ৬ পড়ুয়া। কৃতীরা হল, কলকাতার হিন্দু স্কুলের অর্ঘ্যদীপ দত্ত, হুগলির মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের অস্মিত কুমার মুখোপাধ্যায়, আরামবাগ হাই স্কুলের সোমশুভ্র কর্মকার, বাঁকুড়ার ভেদুয়াশোল হাই স্কুলের রুমা কোনার, মুর্শিদাবাদ গোয়ালযান রিফিউজি হাই স্কুলের কৌশিক ঘোষ ও বাঁকুড়ার বিবর্দ সচ্চিদানন্দ বিদ্যাপীঠের সিঞ্চন দত্ত। এদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৮৯।

৪৮৮নম্বর পেয়ে নবম স্থানে জায়গা পেয়েছে ৬ জন। তারা হল, অন্বেষা দত্ত -আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল, পৃথা দত্ত -চন্দননগর বঙ্গ বিদ্যালয়য়, (হুগলি), প্রীতম্বর বর্মণ -তরঙ্গপুর এন কে হাই স্কুল, (উত্তর দিনাজপুর), অহন চক্রবর্তী -রামকৃষ্ণ মিশন বয়েজ় হোম হাই স্কুল, রহড়া, (উত্তর ২৪ পরগনা), কুশল ঘোষ -তেহট্ট হাই স্কুল, (নদিয়া), অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায় -নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (দক্ষিণ ২৪ পরগনা), অর্পণ গোস্বামী -বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়(বাঁকুড়া), অর্ক সাহা -নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, (দক্ষিণ ২৪ পরগনা), বৃষ্টি পাল -চুঁচুড়া বালিকা বাণী মন্দির, (হুগলি), বিতান আহমেদ -সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির( দক্ষিণ ২৪ পরগনা) ওউজান চক্রবর্তী -পাঠ ভবন, (কলকাতা)।

৪৮৭পেয়ে যারা উচ্চ মাধ্যমিকে দশম হয়েছে সেই কৃতীরা হল, সৃজনী ঘোষ -কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, (হুগলি), বৃষ্টি দত্ত -বেগমপুর হাই স্কুল, (হুগলি), তন্নিষ্ঠা দাস, পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল, যোধপুর পার্ক( কলকাতা), সোহা ঘোষ-কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির,( হুগলি), অন্তরা শেঠ -মেঝিয়ারি এস সি এস হাই স্কুল,( পূর্ব বর্ধমান), ইন্দ্রাণী সেন -পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল, (পূর্ব বর্ধমান), সুকৃতি মণ্ডল (সাঁকরাইল অভয় চরণ হাই স্কুল, হাওড়া), দেবপ্রিয়া বাড় -এগরা ঝাটুলাল হাই স্কুল, (পূর্ব মেদিনীপুর), শতপর্ণা মিল -টাকি হাউজ মাল্টিপারপাস গার্লস হাই স্কুল(কলকাতা), সোহম কোনার -মন্টেশ্বর সাগরবালা হাই স্কুল, (পূর্ব বর্ধমান), সোহম মুখোপাধ্যায় -নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, (দক্ষিণ ২৪ পরগনা), অনীশ ঘড়াই -হলদিয়া গভর্নমেন্ট স্পনসরড বিবেকানন্দ বিদ্যাভবন, (পূর্ব মেদিনীপুর), শুভজিৎ ঘোষ -নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, (দক্ষিণ ২৪ পরগনা), তৌফিক মামুদ -রহিমপুর নবগ্রাম হাই স্কুল, (হুগলি), সংসপ্তক আদক -হলদিয়া হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), অঙ্কিতা ঘোষ -কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়(কোচবিহার)।

উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ৪০.৯২ শতাংশ, ৭০শতাংশ তার বেশি নম্বর পেয়েছে ২২.৩৮ শতাংশ, ৮০শতাংশ তার বেশি ৮.৪৭ শতাংশ ও ৯০ শতাংশ তার বেশি নম্বর পেয়েছে ১.২৩ শতাংশ ছাত্র-ছাত্রী। এবছর
 উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাশের হার সবচেয়ে বেশি, পাশ করেছে ৯৭.১৯শতাংশ ছাত্র-ছাত্রী। বাণিজ্য বিভাগে পাশের হার ৯৬.০৮ শতাংশ। কলা বিভাগে পাশের হার ৮৮.২ শতাংশ।

আরও পড়ুন : বাঘের হানায় মৃত্যু,হাইকোর্টের নির্দেশে ক্ষতিপূরণ

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​