সুচারু মিত্র সাংবাদিক: পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের ৪ টি দফা হয়ে গিয়েছে।বাকি আর মাত্র ৩ টি দফা। আটারোটা আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গে। আর এরই মাঝে এবার রাজনৈতিক শিবির গুলির মধ্যে হিসেব নিকেশ শুরু হয়ে গেছে, কে কোন জায়গায় থাকতে পারে?…. কে কত আসন পেতে পারে?…. আর সেই হিসেব নিকেশের মাঝেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দিলেন সাংগঠনিক রিপোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং দলের সর্ব ভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কাছে রিপোর্ট দিলেন সুকান্ত মজুমদার। বিজেপির সূত্রের খবর ১৮ টা আসনের মধ্যে বিজেপি রাজ্য সভাপতি রিপোর্টে উল্লেখ করেছেন ১২টি আসন ইতিমধ্যেই জিতে ফেলেছে বিজেপি। ৬টি আসন তারা তাদের হিসেবের মধ্যে রাখছে না। নিজের কেন্দ্র থেকে রেকর্ড মার্জিনে জিতবেন বলেও রিপোর্টে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। অর্থাৎ বালুরঘাট কেন্দ্র থেকে লক্ষাধিক ভোটে জিতবেন সুকান্ত মজুমদার এমন রিপোর্ট দিয়েছেন, এছাড়াও তিনি রিপোর্টে দিয়েছেন কোচবিহার, আলিপুরদুয়ার, তার সাথে সাথে জলপাইগুড়ি,মালদা উওর, এবং বর্ধমান, দুর্গাপুর আসানসোল এই সমস্ত কেন্দ্রে নাকি বিজেপি ব্যাপক ভোটে জিতবে বলে রিপোর্টে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। ১৮ টা আসনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে এখনও পর্যন্ত নির্বাচন হয়েছে।তাতে ১২ টাতে জয় প্রায় নিশ্চিত, এমনটাই রিপোর্টে উল্লেখ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। বাকি ৩ টে দফায় কি হয় তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল, তবে সুকান্ত এর এই রিপোর্ট পেয়ে খানিকটা হলেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভরসা করতে শুরু করেছেন । ২০১৯ এর তুলনায় এবার বঙ্গে তাদের আসন সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। এখন দেখার সুকান্ত এর দেওয়া রিপোর্ট কতটা মেলে।
আরও পড়ুন : প্রকাশ্যে গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী