প্রবীর মুখার্জি, সাংবাদিকঃ মেষ রাশি – কর্মস্থলে প্রতিকূল পরিবেশে কাজ করতে হতে পারে। তবে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলে সাফল্যের সম্ভাবনা। ব্যবসায় আর্থিক লাভের যোগ। তবে বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বৃষ রাশি — কর্মস্থলে চাপ থাকবে। কারোর উপর ভরসা করে থাকবেন না। নিজের বুদ্ধি ও পরিকল্পনাতেই প্রয়োজনীয় কাজ শেষ করতে পারবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও লেনদেনের বিষয়ে সতর্ক থাকবেন।
মিথুন রাশি – আপনার কর্ম-পরিকল্পনাই আপনাকে সাফল্য এনে দেবে। চাকরিতে বদলির সম্ভাবনা। প্রলোভনে পা দিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ। পৈতৃক সম্পত্তিলাভের সম্ভাবনা।
কর্কট রাশি — অল্পেতেই মেজাজ হারানোর প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারলে আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না। দীর্ঘদিনের আটকে থাকা পাওনা আজ পেতে পারেন। নতুন সুযোগের সদ্ব্যবহার করুন। ব্যবসায় আর্থিক লাভ।
সিংহ রাশি — কর্মস্থলে প্রশংসা জুটতে পারে। কোনও বিতর্কে জয়লাভের সম্ভাবনা। ব্যবসায় সাফল্যলাভের সম্ভাবনা রয়েছে। তবে ভেবেচিন্তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। আজ কোনও ভাল খবর পেতে পারেন।
কন্যা রাশি –- আপনার ধৈর্য্য-সাহস ও অধ্যাবশায়ের উপর নির্ভর করেই নিশ্চিত লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। ব্যবসা গতানুগতিক। বড় ধরনের বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ নিন।
তুলা রাশি — অপ্রত্যাশিত অর্থলাভের যোগ। কর্মস্থলে দায়িত্ব ও পদোন্নতির যোগ। আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চললে আপনার উন্নতি বাস্তবায়িত হবেই। ব্যবসায় বিনিয়োগের উপযুক্ত সময়। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্যের সম্ভাবনা।
বৃশ্চিক রাশি – পরিকল্পনার সঙ্গে কাজ করলে কর্মস্থলে উন্নতির সম্ভাবনা। সম্মান ও প্রতিপত্তি বৃ্দ্ধির যোগ। ব্যবসায় অনুকূল পরিবেশ বজায় থাকবে। নতুন সুযোগ আসতে পারে। হাতছাড়া করা উচিত হবে না। আর্থিক উন্নতির যোগ।
ধনু রাশি — আত্মবিশ্বাসের সঙ্গে কর্মস্থলে কাজ শেষ করতে পারবেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। লেনদেনের বিষয়ে সতর্ক থাকবেন। সামাজিক সম্মান লাভের সম্ভাবনা।
মকর রাশি – কর্মস্থলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। দায়িত্ব-সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা। চাকরিতে বদলির সম্ভাবনা আজ। ব্যবসায় নতুন যোগাযোগের সম্ভাবনা। লেনদেনে সতর্ক থাকলে ব্যবসায় বিরাট লাভের সুযোগ।
কুম্ভ রাশি — সহকর্মীদের সাহায্যে কর্মস্থলে প্রয়োজনীয় কাজ শেষ করতে সক্ষম হবেন। দায়িত্ব ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। সদ্ব্যবহার করুন। ভবিষ্যতে লাভের মুখ দেখতে পাবেন।
মীন রাশি — কর্মস্থলে অনুকূল পরিবেশ বজায় থাকবে। প্রয়োজনীয় কাজ শেষ করতে পারবেন। চাকরিস্থল পরিবর্তনের সম্ভাবনা। ব্যবসায় উন্নতি। যুক্তি দিয়ে কথা বলুন, আবেগপ্রবণতা বিপদ ডেকে আনতে পারে।