সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ে তাঁকে অন্যতম কারিগর বলেই মনে করছেন দলের অনেক নেতা কর্মি। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে রাজনীতি থেকে দূরে সরে থাকার ইচ্ছার কথা জানানোয় তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে তৃণমূলের অন্দরে। অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিজের সরে থাকার কারণ তিনি নিজেই জানিয়েছেন।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- লোকসভা নির্বাচনে বিপুল জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক কর্মকুশলতাকেই গুরুত্বপূর্ণ অনুঘটক বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের অনেক শীর্ষ নেতাই। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে রাজনীতি থেকে কিছুদিনের জন্য সরে থাকার কথা জানিয়েছেন। যা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। জামাইষষ্ঠীর সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি বেশ বড়সড় পোষ্ট করেছেন তৃণমূলের নম্বর দুই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন, গতবছর ঠিক এমন সময়েই রাজ্যজুড়ে ‘নবজোয়ার’ যাত্রায় অংশ নিয়েছিলেন তিনি। সারা রাজ্য ঘুরে সাধারণ মানুষের কষ্ট উপলব্ধি করেছেন তিনি। অভিষেকের মত, মানুষের এই কষ্টের কারণ হলো দ্রব্যমূল্য বৃদ্ধি ও একশো দিনের কাজের টাকা বন্ধ থাকা। কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলন করার পাশাপাশি দিল্লিতেও তাঁরা (তৃণমূল কংগ্রেস) মানুষের দাবি নিয়ে পথে নেমেছিলো। এই সময়েই গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার ‘লক্ষ্মীর ভান্ডার’- এর টাকা বাড়ানোর কথা ঘোষণা করে।
এক্স হ্যান্ডেলে অভিষেক এইসব কথা উল্লেখ করে লিখেছেন, ২০২৪ এর লোকসভা নির্বাচনের ফল দেখে তাঁর মনে হয়েছে মানুষ তাদের রাগ ইভিএম এ উগড়ে দিয়েছে। কেন্দ্র-রাজ্যের এই সংঘাতে গরীব মানুষ বাড়ি তৈরির টাকা পায় নি। রাগের কারণে যোগ হয়েছে সেটাও। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন কেন্দ্র টাকা না দিলে রাজ্য সরকারই নিজেদের তহবিল থেকে বঞ্চিত উপভোক্তাদের টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন যেন এই বিষয়টি (বাড়ির টাকা দেওয়া) গুরুত্ব দিয়ে দেখা হয়।
এরপরই অভিষেক সংগঠন থেকে কিছুদিনের জন্য দূরে সরে থাকার কথা জানান। পোষ্টে তিনি জানিয়েছেন কিছু অনিবার্য চিকিৎসা সংক্রান্ত কারণে তিনি আপাতত কিছু দিন দলের সংগঠনের কাজ থেকে দূরে থাকবেন। তিনি লিখেছেন, এই বিরতি তাঁকে সাধারন মানুষের চাহিদার বিষয়ে আরো বেশি ভাববার অবকাশ দেবে। তবে চিকিৎসার কারণে হঠাৎ করে সংগঠন থেকে কিছুদিনের জন্য দূরে থাকার যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তা নিয়ে দলের অন্দরেই কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। কেউ কেউ এটাও বলছেন যে অভিষেক এর আগে একাধিকবার তাঁর চোখের চিকিৎসা করানোর জন্য দুবাই বা আমেরিকা গিয়েছেন। তখন অবশ্য এই ধরনের কোনো পোষ্ট তিনি সমাজ মাধ্যমে করেন নি। তাহলে এখন হঠাৎ এমন পোষ্টের কারণ কি ! জল্পনা তৃণমূলে।
আরও পড়ুন : মন্ত্রী হয়েই নিলেন দিলীপের আশীর্বাদ, মঙ্গলবার দফতরে প্রথম বৈঠকে মন্ত্রী সুকান্ত