যাদবপুর লোকসভা কেন্দ্রের সাত বিধানসভার মধ্যে ভাঙর কেন্দ্রটি নিয়ে অনেক আশাবাদী ছিলো বামেরা। আইএসএফের সঙ্গে জোট না হলেও সংখ্যালঘু ভোট তাদের দিকে অনেকটাই ফিরবে বলে মনে করেছিলেন তারা। তবে বিধানসভা ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ভাঙর বিধানসভায় বিজেপি প্রার্থী বাম প্রার্থীর থেকে প্রায় ১৯ হাজার ভোট বেশি পেয়েছেন।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে যে আসনগুলোর দিকে বামেদের বিশেষ নজর ছিলো তারমধ্যে অন্যতম হল যাদবপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকে জেতার আশা না করলেও ভোট অনেকটাই বাড়বে বলে মনে করেছিলো তারা। আর তাদের সেই আশা জুগিয়েছিলো ভাঙর বিধানসভা কেন্দ্র। আইএসএফের সঙ্গে জোট ভেস্তে গেলেও বামেদের আশা ছিলো ভোট বাক্সে আইএসএফের সমর্থন তাদের দিকেই থাকবে। কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া তথ্য থেকে দেখা যাচ্ছে এই ভাঙর বিধানসভায় তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৪৮৬ টি ভোট। দ্বিতীয় স্থানে থাকা আইএসএফ প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৪ টি ভোট। অনেককে অবাক করে এই বিধানসভায় তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। তিনি পেয়েছেন ২৯ হাজার ২১১ ভোট। আর অনেক পিছিয়ে চতুর্থ স্থানে থাকা বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য পেয়েছেন মাত্র ১০ হাজার ২৫৯ টি ভোট।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর কেন্দ্রে জয়ের মার্জিন কমলো প্রায় ৫০ হাজার