সুস্মিতা হালদার, নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি বন্দে ভারতে খাবারের গুণমান শিরোনামে এসেছে বার বার। কখনও টিকটিকি তো কখনও আরশোলা।এবারেও তার অনথা হলনা। সম্প্রতি ভোপালের এক দম্পতি সম্মুখীন হন সেই একই ঘটনার। জানা গিয়েছে, গত ১৮ জুন ওই দম্পতি বন্দে ভারত এক্সপ্রেসে ভোপাল থেকে আগরা যাচ্ছিলেন।
এক্স হ্যন্ডেলে পোস্ট করেন দম্পতির এক নিকট আত্মীয়। যা নিয়ে তোলপাড় গোটা সমাজ মাধ্যম।তারপরেই ওই পোস্ট ভাইরাল হয়ে যায় এবং ভারতীয় ট্রেনে খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করতে থাকেন যাত্রীরা। পোস্টে ওই দম্পতি আইআরসিটিসি-ভারতীয় রেলের ক্যাটারিং এবং টিকিট বিক্রেতাকে ট্যাগ করে লিখেন, ট্রেনে রক্ষণাবেক্ষণের হাল বেহাল। খাদ্য দ্রব্য যাথাযথ স্বস্থ্যবিধি মানা হয় না। এরকম যেন আর কারোর সঙ্গে না হয়।অভিযোগটি প্রকাশ্যে আসার পরেই নড়ে বসে রেল কর্তৃপক্ষ।
আইআরসিটিসি জানায়, “স্যার, আপনার ভ্রমণের তিক্ত অভিজ্ঞতার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হয়েছে এবং সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থাটির ওপর ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ঘটনাটি নিয়ে রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।কেউ কেউ তো আবার ব্যঙ্গ করে লিখেও বসলেন, আসলে প্রাণীজ প্রোটিন বলে খাবারের সঙ্গে আরশোলা দেওয়া হয়েছে।
২০১৯ সালের ১৫ ফ্রেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লি রেলওয়ে স্টেশনে দিল্লি ও বারাণসীর মধ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন। এখনও পর্যন্ত মোট ৩৮ টি বন্দে ভারত চালু হয়েছে।বন্দে ভারত একটি প্রিমিয়াম ট্রেন হওয়া সত্ত্বেও এর খাবারে বিভ্রাটের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও এধরনের ঘটনা বহুবার সামনে এসেছে ।
আরও পড়ুন : পড়ুয়াদের পঠনপাঠন চুলোয় যাক! বুধবার পর্যন্ত বাংলায় থাকছে কেন্দ্রীয় বাহিনী!