রিয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে সব নজর অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের উপর। রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও সমাজসেবী নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত।
১২ জুলাই এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের সিইও বীরেন মার্চেন্ট ও উদ্যোক্তা শায়লা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অনন্ত।
অনন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এনার্জি ডিভিশনের এক্সিকিউটিভ ইনচার্জ।
তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জিও প্ল্যাটফর্মস লিমিটে়ড, রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেড, রিলায়েন্স নিউ সোলার এনার্জি লিমিটেডের বোর্ডে পরিচালক হিসাবে কাজ করেছেন এবং সেপ্টেম্বর ২০২২ থেকে রিলায়েন্স ফাউন্ডেশনের বোর্ডে রয়েছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এনার্জি ও মেটেরিয়াল ব্যবসার সম্প্রসারণ ও গ্রিন এনার্জির গ্লোবাল অপারেশন পরিচালনা করেন অনন্ত। তিনি 2035 সালের মধ্যে রিলায়েন্সকে নেট কার্বন জিরো কোম্পানিতে পরিণত করার লক্ষ্য নিয়েছেন।
তারকার বিয়েতে তারকারা
রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতেই অনন্ত-রাধিকার চার হাত এক হল। কে নেই সেই তালিকায় .
বরিস জনসন, কিম কার্দাশিয়ান, টনি ব্লেয়ার থেকে শুরু করে দেশ-বিদেশে ডাকসাইটে ব্যক্তিত্বরা হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে।
মার্কিন মুলুক থেকে বিয়ের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপ়ড়া, নিক জোনাস। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারেই বসেছিল বিয়ের আসর।
বিয়েতে ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমান খান, আমির খান ও রণবীর কাপুর, আলিয়া ভাট-সহ বলিউডের অন্যান্যরা। তাঁদের পাশাপাশি রজনীকান্ত, রাম চরণ এবং মহেশ বাবু-সহ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের অনেক অভিনেতা অনুষ্ঠানে অংশ হয়েছিলেন। শচীন টেন্ডুলকার , মহেন্দ্র সিং ধোনি, এস শ্রীকান্ত, হার্দিক পান্ডিয়া-সহ অনেক ক্রিকেটারও এই রাজকীয় বিয়েতে যোগদান করেছিলেন। এছাড়াও ছিলেন এইএসবিসি গ্রুপের চেয়ারম্যান মার্ক টাকার, আরামকো সিইও আমিন নাসির, আরামকো সিইও সান্তনু নারায়ণের মতো আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্বরা।
রাজনীতি ছেড়ে বিয়ে বাড়িতে
রাজনৈতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন আম্বানিপুত্রের বিয়ের অনুষ্ঠানে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনন্ত ও রাধিকাকে আশীর্বাদ করতে একত্রিত হয়েছিলেন। এই অতিথিদের মধ্যে ছিলেন উদ্ধব ঠাকরে ও তাঁর পরিবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও তাঁর পরিবার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবার। তাঁদের সকলের উপস্থিতিতে এই শুভ অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তুলেছে।
প্রত্যেকটি অনুষ্ঠানই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল। আম্বানিদের বিয়ে বলে কথা। সেখানে যে তারকাদের ফ্যাশন প্যারড চলবে তা বলাই বাহুল্য। কে কোন ডিজাইনারের পোশাকে সেজেছিলেন,আম্বানিদের রেড কার্পেট থেকে সেই ছবি নেটপাড়ায় ভাইরাল।
আরও পড়ুন : ফের ধাক্কা গেরুয়া শিবিরে। ১৩ আসনের মধ্যে মাত্র ১টি তে জয় পদ্মের