NEET-NET Scam: নিট ও নেট নিয়ে দুর্নীতির অভিযোগ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে এই দুই পরীক্ষাকে ঘিরে। যা নিয়ে দেশ জুড়ে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার নিট ও নেট দুর্নীতির প্রতিবাদে দেশজুড়ে ছাত্র ধর্মঘট পালন করল এসএফআই (SFI)।
নাজিয়া রহমান, সাংবাদিক: নিট ও নেট নিয়ে দুর্নীতি (NEET-NET Scam) অভিযোগ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে এই দুই পরীক্ষাকে ঘিরে। যা নিয়ে দেশ জুড়ে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার নিট ও নেট দুর্নীতির প্রতিবাদে দেশজুড়ে ছাত্র ধর্মঘট পালন করল এসএফআই (SFI)।এনটিএ ব্যবস্থা বাতিল করতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ইস্তফা সহ একাধিক দাবিকে ঘিরে বিক্ষোভ দেখায় এসএফআই এর সদস্যরা।
এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) চার নম্বর গেট আটকে বিক্ষোভ দেখায় বিশ্ববিদ্যালয়ের এসএফআই এর সদস্যরা। কয়েকদিন আগে বামপন্থী ছাত্র যুব সংগঠন (CPIM) এসএফআই এর তরফ থেকে সারা দেশ ব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) অযোগ্যতা এবং পরীক্ষা পরিচালনায় ব্যর্থতার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক বলে জানায় তারা। কয়েক লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়ে থাকে এই ধরনের সর্বভারতীয় স্তরের পরীক্ষাগুলি সঙ্গে। ছাত্র ভবিষ্যতের সঙ্গে খেলা করা চলবে না বলেই বিক্ষোভকারীদের দাবি। যারা সম্প্রতি নিট ও নেট পরীক্ষা দিয়েছিলেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি তাদের। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থার কেন্দ্রীয়করণের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিও তুলেছে এসএফআই।শহরের একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় এসএফআই-এর সদস্যরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও ক্লাস না করে গেট অবরূদ্ধ করে বিক্ষোভ দেখায় তারা।
আরও পড়ুন : কেন্দ্রীয় অনলাইন পোর্টাল নিয়ে সমীক্ষা শুরু শিক্ষা দফতরের