ঋক পুরকায়স্থ, সাংবাদিক: ট্রাইবেকারে জিতে কোপার সেমিফাইনালের (Copa America Semi- Final2024) রাস্তা পরিস্কার করে নিল কানাডা। মেসির আর্জেন্টিনার সঙ্গে ১০ জুলাই বুধবার সেমিফাইনাল খেলবে তারা। শনিবার সকালেই ট্রাইবেকারে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে প্রবেশ করেছে কানাডা।
রবিবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল বানাম উরুগুয়ে (Brazil Vs Uruguay) । অপরদিকে৭ পয়েন্ট হাতে নিয়ে মাঠে নামছে কলোম্বিয়া প্রতিপক্ষ গ্রুপ সি-র পানামা তাদের মোট পয়েন্ট ৬। ম্যাচের ফলাফলেই নির্ধারিত হতে চলেছে কারা কারা সেমিফাইনালে পৌঁছাবে। স্পষ্ট হয়ে যাবে ১১ জুলাই বৃহস্পতিবার। পাশাপাশি চুড়ান্ত পর্বে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ১৫ জুলাই ভোর সাড়ে পাঁচটায়।
ম্যাচের শুরুতেই ১২ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিল জেকব। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ গোলে এগিয়ে কানাডা (Canada)। তবে দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটের মাথায় ম্যাচের সমতা ফেরায় ভেনেজুয়েলার সলমন রন্ডন। তবে ৯০ মিনিটে ১-১ থাকার পরও অতিরিক্ত ৩০ মিনিটে কোনও দলই গোল না করায় ম্যাচ চলে যায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৪-৩ গোলে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে কানাডা। এবার তাদের মূল প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা (Argentina)।
আরও পড়ুন : অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল নিট ইউজি এর কাউন্সেলিং