সাংবাদিক : সুচারু মিত্র: সময় যত গড়াচ্ছে দিলীপ ঘোষ কে নিয়ে জল্পনা তুঙ্গে। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে দিলীপ ঘোষের কোন পদ নেই। এমনকি লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) লড়বার সময় দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছিলেন এর তার কেন্দ্র মেদিনীপুরেই তিনি লড়তে চান। কিন্তু দলের সিদ্ধান্ত ছিল বর্ধমান-দুর্গাপুরে দিলীপ ঘোষ কে লড়তে হবে। পার্টির সিদ্ধান্তকেই তিনি মাথা পেতে মেনে নেন, লড়াইও করেন, কিন্তু পরাজিত হন দিলীপ ঘোষ।
এরপর থেকেই দিলীপ ঘোষ দলের আরও কোণঠাসা হতে শুরু করেন। এই মুহূর্তে বিজেপিতে তার কোনো পদ নেই। কিন্তু একটা সময় তিনি রাজ্য সভাপতি, সর্বভারতীয় সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন তিনি। এই মুহূর্তে দলের একেবারেই প্রাক্ত দিলীপ। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আর বেশিদিন তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন দিলীপ ঘোষ। আর হয়তো কয়েকটা মাছ দেখেই তারপর রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বলেই রাজনৈতিক মহলে জল্পনা এখন তুঙ্গে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে একটা সময় বিজেপিতে এসেছিলেন তিনি। তার আমলেই বিজেপি উন্নতির শিখরে গিয়েছিল। ১৮ জন সাংসদ,আবার অন্যদিকে ৭৭ জন বিধায়ক পাওয়ার নেপথ্যে ছিলেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ এখন অনেকটাই কোণঠাসা। তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘেই আবার ফিরে যেতে চান তিনি, ঘনিষ্ঠ মহলে সেই ইচ্ছার কথাই জানিয়েছেন দিলীপ। কিন্তু এরকম এক দাপুটে নেতা মাঠ গরম করা, বক্তব্য রাখা নেতা রাজনীতি থেকে সরে যাবে?… অনেকেই হয়তো বিশ্বাস করতে পারছেন না। কিন্তু শেষমেষ দিলীপ কি সিদ্ধান্ত নেন তার দিকে তাকিয়ে একটা বড় অংশ।
আরও পড়ুন : শহরে গুলি ! উদ্বিগ্ন মেয়র