পৌষালী উকিল, প্রতিনিধি ঃ দুয়ারে চিকিৎসা। বিশ্বাস না হলেও এমনই এক কর্মসূচি নিয়ে এল ড. এসসি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড। কথায় আছে, ভালো কাজ অনেক সময় আড়ালেই থেকে যায়। তাই ভালো কাজকে সাধুবাদ জানিয়ে এই ভালো খবর তুলে আনল আর প্লাস নিউজ।
সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতেই এই অভিনব উদ্যোগ। রাজ্যের ব্লক ব্লকে গিয়ে সুচিকিত্সার ব্যবস্থা করা হবে যাঁরা অর্থাভাবে চিকিত্সা করাতে পারছেন না। তাঁদের জন্যই ব্লক স্তরে নেমে ক্যাম্প করে বিনামূল্যে চিকিত্সা ব্যবস্থা করে দেবে এই সংস্থা। ইতিমধ্যেই বহরমপুরে বিশেষভাবে সক্ষমদের জন্য এমনই একটি বিনামূল্যে চিকিত্সা পরিষেবার ব্যবস্থা করা হয়েছিল এই সংস্থার তরফে। প্রতি মাসেই এই ধরনের কর্মসূচি করে থাকেন তাঁরা।
বাইট- চঞ্চল দেব, কর্ণধার, ড. এসসি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড
ড. এসসি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের অভিনব উদ্যোগ। কলকাতার তাজ বেঙ্গল হোটেলে ড. এসসি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড কোম্পানির ২৫ বছরের প্রি সেলিব্রেশন করা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে ডিলাররা আসেন এই অনুষ্ঠানে। চিকিত্সকদের নিয়ে এই দিনের উদযাপন করা হয়। ২ টি প্রোডাক্ট লঞ্চ করা হয়। অলিভ অয়েল ও রিল্যাক্স ট্যাবলেট। দুটোই আয়র্বেদিক প্রোডাক্ট। এছাড়াও নতুন রূপে আত্মপ্রকাশ ঘটল পেট্রোলিয়াম জেলি ও আর্নিকা হেয়ার অয়েলের। ৭ দিনের মধ্যেই যেগুলি বাজারে পাওয়া যাবে।
এছাড়া আগামী বছরের ১৩ জুলাই সায়েন্স সিটি অডিটোরিয়ামে সমাজে পিছিয়ে পড়া মানুষদের সম্মান জানানো হবে। ওইদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে।
আরও পড়ুন : জঙ্গি অভিযানে শহীদ ৪ ভারতীয় সেনা