পৌষালী উকিল, প্রতিনিধিঃ প্রচারের মাঝেই করোনা আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বুধবার লাস ভেগাস যাওয়ার পথে তাঁর মধ্যে কোভিডের প্রাথমিক কিছু লক্ষণ দেখা দিলে মেডিক্যাল টেস্ট করানো হয়। সেই পরীক্ষার পরই নিশ্চিতভাবে জানতে পারা যায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আপাতদৃষ্টিতে অসুস্থতা তেমন গুরুতর বোধ না হলেও, তাঁর বয়স বেশি হওয়ায় বিষয়টি চিন্তার কারণ বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা।
বার্ধক্য নিয়ে গোড়া থেকেই প্রশ্নের মুখে ৮১ বছর বয়সি বাইডেন। করোনার খবর চাউড় হতেই প্রশ্ন উঠছে তাহলে কি এবার মার্কিন প্রেসিডেন্টের দৌড় থেকে সরে দাঁড়াবেন জো বাইডেন? ডেমোক্র্যাটদের একাংশই চান আসন্ন আমেরিকান নির্বাচনে তাঁদের প্রেসিডেন্ট পদপ্রার্থী বাইডেন লড়াই থেকে সরে দাঁড়ান। সম্প্রতি বাইডেনও বলেছিলেন, তাঁর যদি সত্যিই কোনও গুরুতর অসুস্থতা থাকে, তা হলে তিনি নাম প্রত্যাহার করবেন। এর পরেই বৃহস্পতিবার জানা গেল, বাইডেন কোভিড পজিটিভ। করোনা আক্রান্ত সরাসরি স্বীকার না করলেও এক্স হ্যান্ডেলে খুব স্বল্প কথায় তিনি লিখেছেন, আই অ্যাম সিক। ইতিমধ্যেই তাঁর লাস ভেগাসের প্রচার বাতিল করা হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, সর্দিকাশি রয়েছে আর শরীরে অস্বস্তি। কোভিডের চিকিত্সাও শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্টের। করোনা পজিটিভ হলেও তাঁর ভ্যাকসিন নেওয়া আছে। বুস্টার ডোজও তিনি নিয়েছেন। আপাতত বাইডেনের শরীরে করোনার মৃত উপসর্গ দেখা গিয়েছে। ডেলাওয়ারের রেহোবোথে বিচ হাউসে আপাতত নিভৃতবাসে রয়েছেন বাইডেন। সেলফ আইসোলেশনে থেকেই প্রেসিডেন্টের যাবতীয় দায়িত্ব, কর্তব্য কাজকর্ম পালন করবেন।
আগামী নভেম্বরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে জোরদার নির্বাচনী প্রচার চলছে। এমনই এক প্রচারে গিয়ে সদ্য গুলিবিদ্ধ হয়েছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এরকমই এক প্রচারে হিসপ্যানিক ভোটারদের সামনে বক্তৃতার উদ্দেশে লাস ভেগাস যাচ্ছিলেন বাইডেন। এমনকি স্থানীয় একটি রেস্তোরাঁয় ঢুকে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তিনি।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যাও। বিশেষত করোনার বাড়বাড়ন্ত দেখা দিচ্ছে মার্কিন মুলুকেই। গত মাসেই আমেরিকায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ শতাংশ। এমার্জেন্সিতে ভর্তির সংখ্যা বেড়েছে ২৩ শতাংশ। সব মিলিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ১৩ শতাংশ। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও কোভিডে মৃত্যুর সংখ্যা কমেছে ২৫ শতাংশ।
আরও পড়ুন : মাওবাদী বিস্ফোরণে মৃত ২ জওয়ান