নাজিয়া রহমান, সাংবাদিক : ফের বিতর্কের কেন্দ্রবিন্দু যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার চোর সন্দেহে এক পড়ুয়াকে হেনস্থা। বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলের এক পড়ুয়ার ল্যাপটপ চুরি হয়েছে বলে অভিযোগ করেন ওই হোস্টেলের ছাত্র। চুরির দায়ে অভিযুক্ত করা হয় ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের এক ছাত্রকে। ল্যাপটপ চুরি নিয়ে অভিযুক্ত ছাত্রের উপর মানসিক চাপ দেওয়া হয় বলেও অভিযোগ। অভিযুক্ত ছাত্রটিকে মুচলেকা দিতেও জোর করা হয় বলে অভিযোগ। জোর করে মুচলেকা লেখানোর সময় অভিযু্ক্ত ছাত্রটি অসুস্থ হয়ে পড়ে। জানা গেছে ছেলেটির প্যানিক অ্যাটাক হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে খবরটি পৌঁছাতেই মেইন হস্টেলে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অফিসার ও ডিন।তড়িঘড়ি অভিযুক্ত অসুস্থ ছাত্রটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাদবপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে ছেলেটির।
জানা গেছে,কেন এমন ঘটনা ঘটল তা গুরুত্ব সহকারে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে এক ছাত্র মৃত্যুর ঘটনাকে ঘিরে রযাগিংয়ের অভিযোগ সামনে আসে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য-রাজনীতি। এখনও রযাগিংয়ে অভিযোগে অভিযুক্ত ছাত্রদের বিচার চলছে। ফের যাদবপুরের মেইন হস্টেলে হেনস্থার মুখে পড়ুয়া।
আরও পড়ুন : টলিউড জুড়ে ভাঙার খেলা! যীশু-নীলাঞ্জনার বিচ্ছেদের গুঞ্জনের মাঝে একি বললেন ঋষি কৌশিক!