পৌষালী উকিল, প্রতিনিধি : প্রকাশ্যে তোলাবাজি। দিনে-দুপুরে তোলাবাজির ছবি। হাটের ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তোলা তুলছে কারা ? হাটে হাঁড়ি ভাঙল আর প্লাস নিউজ ডিজিটাল টিম।
রীতিমতো কাগজ কলম হাতে নিয়ে নাম তুলে প্রকাশ্যে তোলা আদায় চলছে মঙ্গলাহাটে। শুধু অভিযোগই নয়, আর প্লাস নিউজ ডিজিটালের স্টিং অপারেশনে হাতে এসেছে এমনই ভিডিয়ো।
গত বছর একুশে জুলাই। শহিদ দিবসের দিন পুড়ে ছাই হয়ে গিয়েছিল এশিয়ার বৃহত্তম হাট তথা মধ্য হাওড়ার প্রাণকেন্দ্রে বসা মঙ্গলাহাট। পোড়া মঙ্গলাহাট ফের পুড়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে ছুটে এসেছিলেন। তারপরই মঙ্গলাহাটের গুরুত্ব বেড়ে যায়। ওই সময়ই তৈরি হয় শাসকদলের পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়ন। তারপর অবশ্য জল গড়িয়েছে অনেক। সেখানে অস্থায়ী দোকান তৈরি করে পুনরায় ব্যবসা শুরু করেছেন ব্যবসায়ীরা। এরপর মঙ্গলাহাটের ব্যবসায়ীদের জন্য স্থায়ী স্টলের ব্যবস্থা করার পরিকল্পনাও নেয় প্রশাসন। কিন্তু প্রশাসনের দেখানো স্বপ্নভঙ্গ হয়ে যায় কয়েক মাসের মধ্যেই, যখন শাসকদলের লোকেরাই এসে মঙ্গলাহাটের ব্যবসায়ীদের থেকে তোলা আদায় করতে থাকেন। একজন নয়, তোলা নিতে দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিকে। শাসকদলের ছত্রছায়ায় দাঁড়িয়ে অবাধে তোলা তুলছেন বেশ কয়েকজন দুষ্কৃতী।
আরও পড়ুন : চকোলেটের কালো কাহিনী