সুচারু মিত্র, সাংবাদিক : নির্বাচন মানেই প্রতিশ্রুতি। এ রাজ্যেও একাধিক প্রতিশ্রুতি বারবার দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় প্রতিশ্রুতি, যেটা কাজের দিয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে সেটা হল লক্ষ্মীর ভান্ডার। নির্বাচনের মুখে লক্ষ্মীর ভান্ডার এর টাকা বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর ভোটে তার প্রভাব যথেষ্টই পেয়েছে তৃণমূলও। আর এবার মহারাষ্ট্রেও ঠিক একই রকম ভাবে নির্বাচনের আগে বড় ঘোষণা শিন্ডে সরকারের। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগেই গান্ধারপুর থেকে রাজ্যের যুব প্রজন্মের জন্য বড় ঘোষণা একনাথ শিন্ডে সরকারের। যার নাম দেয়া হলো “লাডলা ভাই যোজনা “। এর আগে ‘ লাডলি বা লক্ষ্মী ‘ যোজনা করে সারা ফেলে দিয়েছিল শিন্ডে সরকার। আর এবার লাডলা ভাই যোজনা এই যোজনা অনুযায়ী উচ্চ মাধ্যমিক পাশ করলেই মাসে ৬ হাজার টাকা, এবং স্নাতক পাস করলেই মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন যুবকরা।
নির্বাচনের আগে এই ঘোষণাতে স্বভাবতই যুব সমাজের কাছে এই ঘোষণা প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। তবে নির্বাচনে কতটা প্রত্যক্ষ প্রভাব পড়ে তার দিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। মহারাষ্ট্রের শিন্ডে সরকারের পুরুষদের জন্য এই ভাতা ঘোষণা তে যথেষ্ট অক্সিজেনের জায়গায় থাকবে শিন্ডে সরকার এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার এর টাকা বাড়িয়ে দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন এবং তার ফলাফল সরাসরি তৃণমূল পেয়েছে সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে। আর এবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে শিন্ডে সরকারের এই ‘লাডলা ভাই’ ঘোষণা বা এই ‘লাডলা ভাই ‘যোজনা সেই প্রকল্প কতটা সুবিধে এনে দেয় শিন্ডে সরকারকে তার দিকে তাকিয়েই রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
আরও পড়ুন : শহিদ ব্রিজেশকে শেষ শ্রদ্ধা