সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- একদিকে যখন জঙ্গি-সেনার লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা। এরই মধ্যে মাওবাদী হামলায় নিহত ২ জওয়ান। ছত্তীসগড়ের বিজাপুরে যৌথবাহিনীর অভিযান থেকে ফেরার সময় আইইডি (IED) বিস্ফোরণে মৃত্যু হয় এসটিএফের ২ জওয়ানের। আহত আরও ৪। জওয়ানদের অভিযান থেকে ফেরার রাস্তায় IED পেতে রেখেছিল মাওবাদীরা। সেই এলাকায় আসতেই বিস্ফোরণ হয়।
গোপন সূত্রে খবর পেয়ে, বিজাপুর-সুকমা-দান্তেওয়ারার সংযোগকারী জঙ্গলে অভিযান চালায় যৌথ বাহিনী। খবর ছিল সেখানেই লুকিয়ে রয়েছে মাওবাদীরা। তাদের ধরতেই যৌথভাবে অভিযান চালিয়েছিল সিআরপিএফ বাহিনী ও পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। অপারেশনে যোগ দেয় সিআরপিএফের কোবরা বাহিনীও। বুধবার রাতে অভিযান শেষে বিজাপুরের তারেম এলাকা দিয়ে যখন ফিরছিল বাহিনী, সেই সময় মাটির নীচে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে এসটিএফের ২ আধিকারিকের মৃত্যু হয়। গুরুতর জখম আরও ৪। মাওবাদীরাই পরিকল্পনা মাফিক এই আইইডি (IED) মাটির নিচে বিছিয়ে রেখেছিল বলে অনুমান যৌথবাহিনীর। হামলার পরই ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, এদিনই মহারাষ্ট্রের গড়চিরোলিতে টানা অভিযান চালিয়ে ১২ জন মাওবাদীকে খতম করে যৌথ বাহিনী। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।
আরও পড়ুন : ডুরান্ড কাপে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান ঘোষনা হল লিগ তালিকা