পৌষালী উকিল, প্রতিনিধিঃ এবার রিলের ছবি রিয়েলে। মুন্নাভাই এমবিবিএসের রুস্তমকে নিশ্চই আপনাদের মনে আছে ? কীভাবে মুন্নাভাইয়ের হয়ে পরীক্ষায় বসতেন মেডিক্যাল কলেজের ওই প্রফেসর। পর্দার সেই ছবির পুনরাবৃত্তি ঘটল বাস্তবে। ডাক্তারি পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অভিযোগ উঠল NEET পরীক্ষায়। সলভার গ্যাং হিসেবে কাজ করার অভিযোগে ৩ জন চিকিত্সককে আটক করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিরকারিকদের দাবি, আপাতত হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। প্রয়োজনভিত্তিক গ্রেফতারও করা হতে পারে তাদের।
জানা গিয়েছে, আটক ৩ জনই পটনা এইমসে কর্মরত চিকিত্সক। তারা প্রত্যেকেই ২০২১ ব্যাচের চিকিত্সক। নিট এবং ডাক্তারির অন্যান্য পরীক্ষায় সকলেই ভালো ফল করেছেন। সিবিআইয়ের ধারণা, এই ৩ জন চিকিত্সকই পরীক্ষায় উত্তর বলে দেওয়ার কাজ করত। আটক করার পাশাপাশি তাঁদের ঘরও সিল করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের মোবাইল এবং ল্যাপটপ। সিবিআইয়ের দাবি, পরীক্ষা মাফিয়া এই ৩ জনকে দিয়ে প্রশ্নের উত্তর লিখিয়ে নেয়। তারপর সেই উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়। এমনটাই অনুমান সিবিআইয়ের।
নিটের নেট যেন বেড়েই চলেছে। তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে সিবিআই। নিটের জালে জড়িয়ে থাকায় আগেই বিহার ও ঝাড়খন্ড থেকে ২ জনকে সিবিআই তাদের জালে নিয়েছে। বিহারের পটনা থেকে পঙ্কজকুমার এবং ঝড়াখণ্ডের হাজারিবাগ থেকে রাজু সিং নামে দুই যুবককে গ্রেফতার করেছিল সিবিআই। ২ জনেই এনটিএর ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র চুরি করেছিল। পঙ্কজ নিটের প্রশ্ন ফাঁস চক্রের অংশ। রাজুর সাহায্য নিয়ে তিনি এই কাজ করেছিলেন। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিতে প্রশ্নফাঁস ঘিরে বিতর্ক দানা বেঁধেছে দেশজুড়ে। নিটকাণ্ডে এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে সিবিআই।
অন্যদিকে, ৫ মে হওয়া নিট ইউজিতে প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষার পবিত্রতা যদি নষ্ট হয়ে থাকে, তা হলে আগামী দিনে ফের পরীক্ষা নেওয়া হবে। পর্যবেক্ষণের ভিত্তিতে বৃহস্পতিবারের শুনানির সময় এমন কথা জানাল সুপ্রিম কোর্ট। এদিকে, শনিবার হল না NEET UG-র কাউন্সেলিং। তাহলে কবে হবে কাউন্সেলিং? এ নিয়ে দিনভর চলল টানাপোড়েন। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে NEET UG-সংক্রান্ত মামলাগুলির শুনানি হবে। সেই দিকেই তাকিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন : ফের ফিরছে কোভিড ?