সুচারু মিত্র, সাংবাদিক : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছিল জুন মাসে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রেল দুর্ঘটনা। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের গোন্ডা। মতিগঞ্জ এবং ঝিলাই স্টেশনের কাছে লাইনচ্যুত হল ডিব্রুগড় এক্সপ্রেস । ১২ টি বগি লাইনচ্যুত হয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের, গুরুতর আহত ৩০ জন। ট্রেনটি রওনা হয়েছিল চন্ডীগড় থেকে, দুপুর ২:৫০ নাগাদ লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল, যুদ্ধকালীন তৎপরতায় ১২টি বগির মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৩ টি বগিতে চলছে সার্চ অপারেশন। গোটা ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে এবং যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বারবার আধুনিকীকরণের কথা বললেও রেল দুর্ঘটনার ফলে রেল ব্যবস্থার গাফিলতি বারবার সামনে চলে আসছে।
গতবার ‘বালেশ্বরের’ দুর্ঘটনার পর, এবারে জুন মাসে রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর দুর্ঘটনা ঘটে, প্রচুর মানুষের মৃত্যু হয় আবার তার একমাস কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের গোন্ডাতে ঘটলো এই ঘটনা। গোটা ঘটনা তদন্তে রেল আধিকারিকরা।
দুর্ঘটনার পর গুয়াহাটি স্টেশনের পক্ষ থেকে খোলা হয়েছে হেল্পলাইন নাম্বার :-
0361-2731621
0361-2731622
0361-2731623
আরও পড়ুন : বই নেই, বিপাকে একাদশ শ্রেণির দৃষ্টিহীন শিক্ষার্থীরা