ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক : ঊর্ধ্বমুখী বিদ্যুৎ বিল। আর তারই প্রতিবাদে বিজেপি মিছিল ও মিটিংয়ের অনুমোদন কলকাতা হাইকোর্টের। তবেআগামী ২২শে জুলাই নয়।২৬ শে জুলাই দুপুর আড়াইটা থেকে সাড়ে পাঁচটা করতে হবে মিটিং ও মিছিল করতে পারবে বিজেপি । বিজেপির সেন্ট্রাল এভিনিউতে যে পুরনো পার্টি অফিস রয়েছে অর্থাৎ মুরলিধর লেন থেকে মিছিল এসে ভিক্টোরিয়া হাউসের সামনে এসে ধর্না করতে পারবে।।এক হাজার জন সদস্য থাকতে পারবে মিছিল ও ধর্না কর্মসূচিতে জানালো বিজেপি। প্রত্যেক বিজেপি কর্মী ও নেতৃত্বকে ট্রাফিক আইন মানতে হবে । মিছিল ও অবস্থানের নিরাপত্তা ও ট্রাফিক কন্ট্রোল করবে পুলিশ নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। পাশাপাশি সাধারণ মানুষের যাতে পথ চলতে কোন সমস্যা না হয় তাও পুলিশ এবং আগত বিজেপি কর্মী সমর্থকদের নিশ্চিত করতে হবে।লালবাজার কেও নজর রাখতে হবে নিরাপত্তা ও ট্রাফিক ।
গত কয়েক মাস ধরে অত্যধিক হারে বেড়ে গিয়েছে বিদ্যুৎ বিল। ঊর্ধ্বমুখী বিদ্যুৎ বিলের বিরোধিতায় আগামী ২২শে জুলাই বেলা ১২টায় কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির মিছিল ও সভায় অনুমতি দেয়নি কলকাতা পুলিশ বলে অভিযোগ । পুলিশি অনুমতি না পাওয়ায়,অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বঙ্গ বিজেপি । অন্তর্বর্তকালীন নির্দেশ দিলেন শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ।
আরও পড়ুন : রাঙাপানির পরেই ফের ট্রেন দুর্ঘটনা, উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস