ষষ্ঠী চট্টোপাধ্যায়,নিজস্ব প্রতিনিধি : – রেশন দুর্নীতি তে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক এর জামিন এর মামলায় এসএসকেএমে তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে আবেদন প্রাক্তন মন্ত্রীর আইনজবীর । প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক সামগ্রিক অবস্থার রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের।প্রেসিডেন্সি জেল সুপারের কাছে রিপোর্ট তলব । কী কী রোগ আছে আর কোন কোন ডাক্তারের অনুমতি রয়েছে ? এসএসকেএম শারীরিক অবস্থা দেখে রিপোর্ট দেবে জেল সুপারকে । শুনানির সময় জেল সুপার সেই রিপোর্ট আদালতে জমা দেবে।২ আগস্ট শুনানি ।
প্রাক্তন মন্ত্রীর আদৌ কি ফুল চেক আপের প্রয়োজন আছে কি না জানতে চায় বিচারপতি শুভ্রা ঘোষ।
জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষের আইনজীবী মিলন মুখার্জি আদালতে জানায়, গত ২৬ অক্টোবর ২০২৩ প্রাক্তন মন্ত্রীর বাড়িতে তল্লাশি হয় । তাকে গ্রেপ্তার করা হয় ।জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ আনে ইডি । কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের অভিযোগ একেবারেই সঠিক নয়।এখনো ইডি কোনো তথ্য আদালতে পেশ করতে পারেনি । প্রাক্তন মন্ত্রী অসুস্থ ,প্রথম থেকেই হাসপাতাল এ চিকিৎসাধীন ছিলেন।এখনো তাঁর শরীর খুব খারাপ ।গ্রেপ্তারের পর জ্যোতিপ্রিয়কে কলকাতার এক বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয় । বিচারপতি শুভ্রা ঘোষ জানতে চাইলেন,সেখানেও চিকিৎসকরা কি জানিয়েছিল তার অসুস্থতা প্রসঙ্গে ।কিডনি হার্ট এর সমস্যা সহ একাধিক শারিরীক সমস্যা আছে, রিপোর্টে তার উল্লেখ আছে ।একাধিক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া হয়েছে।।দিন দিন অবস্থার অবনতি ঘটেছে বলে আদালতে জানিয়েছেন তাঁর আইনজীবী।
মঙ্গলবার ইডি আইনজীবী ধীরাজ ত্রিবেদী উত্তরে জানিয়েছেন, আমরা প্রত্যেকটি শারীরিক পরীক্ষা নিরীক্ষ রিপোর্টের খোঁজ রাখছি। জেল ককতৃপক্ষের তরফে রিপোর্ট রাখছেন ।ওনাকে এসএসকেএমে ভর্তি করে শারীরিক পরীক্ষা নিয়ে আমাদের আপত্তি আছে ।কারণ এসএসকেএম এর ভর্তি নিয়ে পূর্বের অভিজ্ঞতা আমাদের ভালো না ।এসএসকেএম বা অন্য কোনো জায়গায় ফুল চেক আপ করানো হোক জ্যোতিপ্রিয় মল্লিকের।
বিচারপতি শুভ্রা ঘোষের পর্যবেক্ষণ এই রিপোর্টের কি প্রয়োজন ? এটা কি কেউ প্রেসক্রাইব করেছেন ?মাথায় ব্যাথা হলে তো পুরো বডি চেক আপের প্রয়োজন নেই ।কেউ কি ফুল চেক আপ করতে বলেছে ওনার?কোনো ডাক্তারের নির্দেশে আছে ?
আরও পড়ুন : “দুয়ারে চিকিৎসা”- ড. এসসি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের অভিনব উদ্যোগ