Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • ৩০ এপ্রিল আইসিএসই-র ফলপ্রকাশ। বেলা ১১টা নাগাদ ফলপ্রকাশ।
  • প্রত্যাঘাতে ৩ বাহিনীকে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রীর। কখন, কোথায় কীভাবে লক্ষ্য নির্ধারণ, তা সেনাই ঠিক করবে। ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতার উপর পূর্ণ আস্থা রয়েছে : নরেন্দ্র মোদী।
  • কানাডায় ফের ক্ষমতায় ফিরতে চলেছে লিবারাল পার্টি। ফের প্রধানমন্ত্রী হতে চলেছেন মার্ক কার্নে। আনুষ্ঠানিক ফলপ্রকাশ না হলেও লিবারাল পার্টির জয় নিশ্চিত। খলিস্তানপন্থী দল হিসাবে পরিচিত নিউ ডেমোক্রেটিক পার্টির ফল শোচনীয়। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন দলের প্রধান জগমিত সিং।
  • উত্তর চিনের লিয়াংওয়াঙের এক রেস্তরাঁয় ভয়াবহ আগুন। মৃত অন্তত ২২। আহত বহু।
  • অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দির উদ্বোধন। মঙ্গলবার বিশ্বশান্তির জন্য অনুষ্ঠিত হল মহাযজ্ঞ। দিঘাকে সাজানো হয়েছে নীল-সাদা তোরণে। আলোর সেজে উঠেছে রাস্তা-সমুদ্র তট।
  • পাক সেনা-ISI মদতেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। পাক সেনার প্রাক্তন কমান্ডো হামলাকারী জঙ্গি হাশিম মুসা। পাক সেনাবাহিনীতে আসিফ ফৌজি নামে পরিচিত ছিল হাশিম। 
  • কাশ্মীরে ‘স্পেশাল ২৬’ অভিযান। শ্রীনগরের ২৬টি ঠিকানায় তল্লাশি। UAPA ধারায় মামলা রুজু।
  • পাকিস্তান নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বাসভবনে রাজনাথ সিং,অজিত ডোভাল, অনিল চৌহান।
  • ঝালদায় মণীশরঞ্জন মিশ্রের বাড়িতে NIA। কীভাবে হামলা, ঠিক কী হয়েছিল সেদিন, এই সব বিষয়েই জানতে চান তদন্তকারীরা।
  • ‘মা-মাটি-মানুষের জন্য পুজো দিলাম। ধর্ম কারও একার নয়, তীর্থস্থান সবার জন্য।’ দিঘায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • বিরাটিতে গ্রেফতার পাকিস্তানি নাগরিক। ধৃতের নাম আজাদ মল্লিক। চাঞ্চল্য এলাকায়।    
  • কাঁথিতে হিন্দু সমাবেশের অনুমতির বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে রাজ্য। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য।
  • ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলায় বেঙ্গালুরুতে পিটিয়ে খুনের অভিযোগ। স্থানীয় একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন এই ঘটনা। এখনও পর্যন্ত ১২ জনকে আটক করেছে পুলিশ।
  • কাঁথি সনাতনী সম্মেলনে শর্ত সাপেক্ষে অনুমতি। অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ৩০০০-এর বেশি জমায়েত করা যাবে না। অক্ষয় তৃতীয়ার এই সনাতনী সম্মেলনে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।
  • দেশের স্বার্থে স্পাইওয়ার ব্যবহার করতে পারে সরকার। কিন্তু কার বিরুদ্ধে স্পাইওয়ার ব্যবহার করা হচ্ছে, তা খতিয়ে দেখতে হবে। পেগাসাস মামলার শুনানিতে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।
  • দিল্লিতে ঘুরতে গিয়ে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের যুবক শেখ সাহিল। গত শুক্রবার থেকে নিখোঁজ সে। তদন্তে দিল্লি পুলিশ।
  • কানাডায় ভারতীয় পড়ুয়ার রহস্য মৃত্যু। চার দিন ধরে নিখোঁজ ছিলেন বংশিকা সিং। বংশিকা আপ নেতা দেবেন্দ্রর সিংয়ের কন্যা।
  • মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা।
  • New Date 2025-4-29
  • New Time 02:31:11 PM
বাজেট

17
July 2024

Budget 2024: ২৩ জুলাই দেশের সাধারণ বাজেট।হতে পারে বড় ঘোষণা

পৌষালী উকিল, নিজস্ব প্রতিনিধিঃ যেকোনও দেশের উন্নতির জন্য ট্যাক্স জরুরি। কারণ সাধারণের ট্যাক্সের টাকা দিয়েই সরকার মানুষের জন্য বিদ্যুৎ, গ্যাস, পেট্রোলিয়াম, রাস্তা, রেল, এয়ারপোর্ট, হাসপাতাল, স্কুলে ভর্তুকি দিয়ে থাকে। কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনেকেরই বক্তব্য, দেশের ব্যক্তিগত ইনকাম ট্যাক্সের কী প্রয়োজন ? এই ট্যাক্সের টাকা মানুষের হাতে থাকলে তা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারতেন তাঁরা। এই মতামত ঠিক না ভুল তা নিয়ে বিতর্ক তো চলতেই থাকবে। তবে জুলাইয়ের মাঝামাঝিই দেশের পূর্ণাঙ্গ বাজেট।

২৩ জুলাই দেশের সাধারণ বাজেট। বাজেট পেশ করবেন নরেন্দ্র মোদীর ৩.০ সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আগের ২বার সংখ্যাগরিষ্ঠতার সরকারেই বাজেট পেশ করেছিল বিজেপি। এবার অবশ্য বিজেপির তা নেই সংসদে। দেশ থেকে একপ্রকার নির্বাচনী ধাক্কা পেয়েই এবার সরকার গড়েছে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। মিত্রদের সহায়তায় সরকার গড়েছেন মোদী। সে কারণে এই বাজেটের ওপর বিশেষ নজর থাকবে আমজনতা থেকে বিরোধীদের। ভারতের অর্থনৈতিক অগ্রাধিকারের সম্ভাব্য পরিবর্তনগুলিকে তুলে ধরবে বলেই আশা করা হচ্ছে।

এবার কেন্দ্রের বাজেট পেশের সময় বিশেষভাবে নাক গলাতে পারেন শরিকরা। জনতার না পাওয়া অংশ ও মনের ক্ষোভ তুলে ধরতে পারেন তাঁরা। ফলে এই বাজেট নিয়ে প্রত্যাশাও যথেষ্ট। সম্প্রতি সংসদের বিশেষ অধিবেশনের যৌথভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর ভাষণে উসকে দিয়েছেন সেই প্রত্যাশা। তিনি বলেছিলেন, এই সরকারের আমলে ঐতিহাসিক পদক্ষেপ করা হবে। সরকারের নীতি ও দূরদর্শিতা প্রকাশ পাবে এই বাজেটে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক সিদ্ধান্তের পাশাপাশি ঐতিহাসিক পদক্ষেপও দেখা যাবে এই বাজেটে।

চলতি বছর লোকসভা নির্বাচন হয়েছে। যার জেরে পয়লা ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট পেশ হয়েছিল সংসদে। এরপর লোকসভা ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় আসে মোদী সরকার। তৃতীয় দফায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন। ইতিমধ্যেই আসন্ন বাজেটের বিষয়ে অর্থনীতিবিদ এবং ভারতীয় শিল্পের কর্ণধার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেছেন। রাজস্ব ঘাটতির কথা মাথায় রেখে আসন্ন বাজেটে ব্যক্তিগত করের হার কমাতে পারে কেন্দ্র। বাজেট নিয়ে বিভিন্ন শিল্প সংস্থার বেশ কিছু দাবি রয়েছে। কেন্দ্রকে তারা প্রস্তাব দিয়েছে–

  • জনগণের আয় অনুযায়ী করের হার কমানো হোক
  • কৃষিপণ্যের রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক
  • কর্মসংস্থান আরও বাড়ানো হোক
  • কর ব্যবস্থা সরলীকরণ করা হোক
  • মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা হোক
  • খরচ বাড়ানো হোক

রোবট ট্যাক্স

এসবের মাঝেই আবার অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বাজেটে রোবট ট্যাক্স চালু করার প্রস্তাব দিয়েছেন। রোবট ট্যাক্স কী ? এই ট্যাক্স হল এমন এক ব্যবস্থা, যার ফলে AI-এর জন্য কাজ চলে যাওয়া মানুষদের ফের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। সরকারি সূত্র বলছে, ১৫ লক্ষ টাকার বেশি উপার্জনকারীদের করে ছাড় দিতে পারে মোদী সরকার। বছরে ১০ লক্ষ টাকা উপার্জনকারীদের করে ছাড় দিতে পারে কেন্দ্র। সরকার এই বাজেটে নিউ ট্যাক্স রিজিমে ইনকাম ট্যাক্সে ছাড়ের সীমা ৩ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত করতে পারে।

আয়কর ছাড়ের উর্ধ্বসীমা (নয়া নিয়ম)

শূন্য থেকে ৩ লক্ষ টাকা উপার্জনে কোনও কর দিতে হয় না। ৩-৬ লক্ষ টাকা উপার্জনে ৫ শতাংশ, ৬-৯ লক্ষ টাকা উপার্জনে ১০ শতাংশ, ৯-১২ লক্ষ টাকা উপার্জনে ১৫ শতাংশ, ১২-১৫ লক্ষ টাকা উপার্জনে ২০ শতাংশ এবং ১৫ লক্ষ টাকার উপর উপার্জনে ৩০ শতাংশ কর দিতে হয়।

আয়কর ছাড়ের উর্ধ্বসীমা (পুরোনো নিয়ম)

শূন্য থেকে আ়ড়াই লক্ষ টাকা উপার্জনে কোনও কর দিতে হত না। আড়াই থেকে ৫ লক্ষ টাকা উপার্জনে ৫ শতাংশ, ৫-১০ লক্ষ টাকা উপার্জনে ২০ শতাংশ এবং ১৫ লক্ষ টাকার উপর উপার্জনে ৩০ শতাংশ কর দিতে হত পুরোনা আয়কর পরিকাঠামোয়।
অন্যদিকে, এবারের বাজেটে পেনশন নিয়েও বড় ঘোষণা হতে পারে। এবারের বাজেটে সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ পেনশনের গ্যাব়্যান্টি দেওয়া হতে পারে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। যদিও এ বিষয়ে এখনও কোনও ইঙ্গিতই দেয়নি কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন : Copa America 2024 : মেসির হাসি-কান্নার সাক্ষী থাকল ফুটবলবিশ্ব

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election