পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে এক সমুদ্র অভিযোগ রয়েছে রাজ্যের শাসক দলের। সেই অভিযোগের সঙ্গে সহমত হয়ে খোদ রাজ্যপালের বিরুদ্ধেই গন কনভেনশন এর ডাক দিয়েছে অরাজনৈতিক একটি মঞ্চ। স্থান ও দিনক্ষণ স্থির করার কাজ চলছে।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। সেই মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজ্যপাল তাঁর মামলায় মুখ্যমন্ত্রী ছাড়াও অভিযুক্ত করেছেন সদ্য উপনির্বাচনে জয়ী হওয়া দুই তৃণমূল বিধায়ক সহ তৃনমূল মুখপাত্র কুনাল ঘোষ কে। এদিকে রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ করা মহিলাও বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এমতাবস্থায় জানা গেলো একটি অরাজনৈতিক মঞ্চও রাজ্যপালের স্বৈরতান্ত্রিক ব্যবহার নিয়ে পথে নামতে চলেছে। ‘দেশ বাঁচাও গন মঞ্চ’ নামের এই সংগঠনটি শুক্রবার উত্তর কলকাতার মুচি বাজার ঘড়ি মোড় এলাকায় সকাল ১০ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ করবে। মূলতঃ রেল দুর্ঘটনা, প্রশ্নপত্র দুর্নীতি, ন্যায় সংহিতা আইন সহ রাজ্যপালের মাতব্বরি নিয়েই তাঁদের অবস্থানের ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে খোঁজ নেওয়ার সময়েই জানা গেলো মঞ্চটি রাজ্যপালের সাম্প্রতিক ভূমিকায় প্রচন্ড ক্ষুব্ধ। তাই তাঁরা সরাসরি রাজ্যের সাধারণ নাগরিকদের নিয়ে রাজ্যপালের এই ভূমিকার বিরুদ্ধে একটি গন কনভেনশন করতে চলেছেন। কবে, কোথায় এই গন কনভেনশন করা যায়, সেটাই এখন ঠিক করার কাজ চলছে। তবে খুব শীঘ্রই এই কনভেনশন করা হবে বলে জানালেন সংগঠনের এক সদস্য। তিনি বললেন, “রাজ্যপাল যেভাবে জনপ্রতিনিধিদের উপর মাতব্বরি করছেন, সেটা মানা যায় না।” সদ্য উপনির্বাচনে জেতা দুই বিধায়কের শপথ বাক্য পাঠ করানো নিয়েও সি ভি আনন্দ বোস যা করছেন তা এককথায় শিষ্টাচার বিরোধী বলেই মত দেশ বাঁচাও গন মঞ্চের ওই গুরুত্বপূর্ণ সদস্যের। প্রসঙ্গত বৃহস্পতিবার বিকালে এই মঞ্চের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : দেশব্যাপী ছাত্র ধর্মঘট এসএফআই -এর