দীর্ঘ একমাসের টালবাহানার পর অবশেষে শুক্রবার বিধানসভায় শপথ বাক্য পাঠ করতে চলেছেন উপনির্বাচনে জয়ী হওয়া দুই তৃণমূল বিধায়ক। এদিন বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেই এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- জুন মাসের চার তারিখ পেয়েছিলেন জয়ীর শংসাপত্র। তারপর অতিক্রান্ত একমাস দুই দিন। অবশেষে সব জটিলতা কাটিয়ে আজকেই বিধানসভার সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করতে চলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার।
বিধায়ক হয়েও বিধান সভার সদস্য হতে পারছিলেন না উপ নির্বাচনে জয়ী হওয়া দুই তৃণমূল বিধায়ক। বিধানসভা ও রাজভবনের টানাপোড়েন এর মধ্যে পড়ে আটকে গিয়েছিলো শপথ অনুষ্ঠান। একদিকে বিধানসভার অভিযোগ ছিল রাজ্যপাল গড়িমসি করছেন এবং ইচ্ছাকৃতভাবে এই দুই বিধায়কের শপথ পাঠ অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। উল্টোদিকে রাজভবনের বক্তব্য ছিল রাজভবন থেকে এই দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করবার জন্য রাজভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তারা আসেননি। এই নিয়ে নবনির্বাচিত দুই বিধায়কের বক্তব্য ছিল, তারা যেহেতু বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছেন তাই বিধানসভাতেই শপথ নিতে চান। এই জটিলতার মধ্যেই আটকে ছিল শপথ অনুষ্ঠান।
এমতাবস্থায় বৃহস্পতিবার দুপুরে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে জানান শুক্রবার একটি বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে রাজ্য বিধানসভায়। মনে করা হচ্ছিল এই অধিবেশনে এই দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করানো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অধ্যক্ষই শপথ বাক্য পাঠ করাতে পারেন। কিন্তু অধ্যক্ষের এই সাংবাদিক সম্মেলনের ঘন্টা চড়েক পর রাজভবন থেকে রাজ্যপালের একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিধানসভার উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায় কে এই দুই বিধায়কের শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়। কিন্তু উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় রাতের দিকে জানান যে অধ্যক্ষ উপস্থিত থাকাকালীন তিনি কিছুতেই এই শপথ পাঠ করাবেন না। ফলে নতুন করে আরেকটা জটিলতা সামনে আসে। তবে শুক্রবার বিধানসভায় অধ্যক্ষের ঘরে হওয়া কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, এদিন বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হলে (দুপুর দুটোয়) উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায় কে অনুরোধ করা হবে যাতে তিনি এই দুই বিধায়কের শপথ বাক্য পাঠ করিয়ে দেন। বিধানসভার সূত্রে খবর উপাধ্যক্ষ কে এরূপ অনুরোধ করা হলে সম্ভবত তিনিই নবনির্বাচিত এই দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন। ফলে সবমিলিয়ে এক মাসের বেশি দিন ধরে চলা এই জটিলতা অবশেষে কাটতে চলেছে।
আরও পড়ুন : ভক্তদের সৌভাগ্য, ২ দিন ধরে রথ