প্যারিস অলিম্পিকে ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছে ভারত। এদিন মনু ভাকেরের হাত ধরে দ্বিতীয় পদক এল ভারতের কাছে। কার্যত ইতিহাস তৈরি করলেন তিনি।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: চক দে ইন্ডিয়া! মনু ভাকেরের হাত ধরে ভারতের কাছে এই মুহুর্তে জোড়া পদক। স্বাভাবিক ভাবেই খুশির জোয়ারে ভাসছেন তিনি
মাত্র দু’দিনের মধ্যেই ইতিহাস গড়লেন মনু ভাকের। প্রথম পদক পেয়েছিলেন ১০ মিটার এয়ার পিস্তলে তা ছিল ব্যক্তিগত ইভেন্ট। আর তার পর এদিন মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতলেন মনু। তার সঙ্গী ছিলেন সরবজ্যোৎ সিংহ। প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে একই অলিম্পিক্সে দু’টি পদক জিতলেন মনু।
এদিন দক্ষিণ কোরিয়াকে তারা হারিয়ে দেন ১৬-১০ স্কোরে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম সিরিজেই পিছিয়ে পড়ে পয়েন্ট হারিয়েছিল ভারত। তবে বেশিক্ষণ না, পরের চারটি সিরিজই জিতে এগিয়ে যান মনুরা। কিন্তু কোরিয়াও ম্যাচে ফিরে আসে। প্রবল লড়াই করছিল তারাও। যদিও কখনওই ভারতকে টপকে এগিয়ে যেতে পারেনি। শেষ পর্যন্ত ১৬-১০ স্কোরে ব্রোঞ্জ জিতে নেন মনুরা।
ভারতের দ্বিতীয় পদক জয়ের পরেই তাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনু ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পাওয়ার পর তাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী, এরপর মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, “আমাদের শুটারেরা আবার দেশকে গর্বিত করল। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পাওয়ার জন্য শুভেচ্ছা মনু ভাকের এবং সরবজ্যোৎ সিংহকে। দুজনজ দুর্দান্ত প্রতিভা দেখিয়েছে। ভারত তোমাদের নিয়ে আনন্দিত। মনু পর পর দু’টি পদক জিতল। খুব ভাল ধারাবাহিকতা দেখাল ও।
আরও পড়ুন : জলে ডুবে ৩ আইএএস পরীক্ষার্থীর মৃত্যু, দায় কার ?