ঋক পুরকায়স্থ, সাংবাদিক: কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মেসি ঝড়। আলভারেজ ও মেসির গোল আর্জেন্টিনাকে নিয়ে গেল কোপার ফাইনালে। খেলা শেষের স্কোর আর্জেন্টিনা ২ কানাডা ০। কানাডার বিরুদ্ধে ম্যাচের ২২ মিনিটের মাথায় গোল করেন আলভারেজ। কিন্তু খেলার ৫১ মিনিটেই আসে সেই কাঙ্খিত মুহুর্ত। চলতি বছরের কোপা আমেরিকায় প্রথম গোল করেন মেসি।
এরআগে চোটের কারণে কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষম্যাচটি খেলতে পারেননি মেসি। এমনকি কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে ট্রাইবেকারে শর্টও মিস করেছিলেন। তবে সেমিফাইনালে খেলতে নামার আগে আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি জানিয়ে দেন মেসি এখন পুরোপুরো সুস্থ। সেমিফাইনালে খেলার জন্য মেসি সম্পূর্ণ ফিট। আর তার পরেই দর্শকদের মধ্যে সেই উন্মাদনা দেখতে পাওয়া যায়। গোট ফুটবল বিশ্ব অপেক্ষা করে ছিল মেসি ম্যাজিকের। আর সেই মেসি ম্যাজিক দেখতে পাওয়া গেল সেমিফাইনালে। ২০২১ সালে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। এর পরের বছরেই বিশ্বকাপও জেতে তারা। এবারের কোপাতে আর একধাপের অপেক্ষা। সেমিফাইনালে জয়ের পর সেই লক্ষেই চলছে আর্জেন্টিনার ফাইনাল গেম প্ল্যান।
আরও পড়ুন : রক্তাক্ত ভূস্বর্গ: জঙ্গি হামলায় মৃত ৫, আহত ৬ জওয়ান