কলকাতা লেদার কমপ্লেক্স, যার প্রাতিষ্ঠানিক নাম ‘কর্ম দিগন্ত’, সেখানে নতুন করে প্রায় দশ হাজার কোটি টাকার বিনিয়োগ ও প্রায় আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার নবান্নে এই খবর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- এদিন কলকাতা লেদার কমপ্লেক্স নিয়ে একটি গুরুত্বপূর্ণ রিভিউ বৈঠক হয়। বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও বেশ কয়েকটি দফতরের মন্ত্রী, আমলা, পুলিশ ও চর্ম শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ছিলেন। সেই বৈঠকেই নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ১,১৫০ একর জমির উপর তৈরি হওয়া এই কমপ্লেক্সে ইতিমধ্যেই ৫০০ টি ট্যানারি রয়েছে। ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগে প্রায় পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থানও হয়েছে। আলাপন বাবু আরও জানান, “আজ সিদ্ধান্ত হয়েছে এই কর্ম দিগন্তে আরও প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই কাজে আরও ১৮৭ টি ট্যানারি ও ১৩৯ টি ফুট ওয়্যার (জুতো তৈরির কোম্পানি) সংস্থা আসছে। এরফলে আরও প্রায় আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এই কমপ্লেক্সে।” এছাড়া এই লেদার কমপ্লেক্স কে কেন্দ্র করে একটি পানীয় জল প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানান আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, ৪৭৫ কোটি টাকা বিনিয়োগে ২৮ মেগা গ্যালন এর এই পানীয় জল প্রকল্পের মাধ্যমে শুধু লেদার কমপ্লেক্স ই নয়, আশেপাশের মানুষ ও উপকৃত হবেন। পাশাপাশি আলিপুর জেল মিউজিয়াম চত্বরে একটি ‘লেদার মল’ তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। ‘হিডকো’-র তৈরি এই মলে মূলতঃ লেদার কমপ্লেক্স এ তৈরি হওয়া চর্মজাত প্রোডাক্ট বিক্রি করা হবে।
আরও পড়ুন : মহারাষ্ট্রে পুরুষরাও পাবেন ভাতা ঘোষণা শিন্ডে সরকারের