ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: হাইকোর্টের (Calcutta High Court) বক্তব্য, পৃথিবীর যে কোনো প্রান্তের এক্সপার্টদের শরণাপন্ন হতে পারবে সিবিআই।
নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) OMR নিয়ে সন্দেহ মেটাতে এবার সরকারি ও বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার সাহায্য নিয়ে সিবিআইকে নির্দেশ দিলো হাইকোর্ট। আদালতের বক্তব্য, আইবিএম, WIPRO, TCS বা যে কোনো বেসরকারি আই টি সংস্থার সাহায্য নিক সিবিআই। একইসঙ্গে সরকারি কোনো সংস্থার, এমনকি এথিক্যাল হ্যাকার তিনি দেশের বাইরের হলেও তার সাহায্য নেবে সিবিআই (CBI)। এই জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে।
এদিন সিবিআইয়ের তরফে জমা পরা OMR সংক্রান্ত রিপোর্ট দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি বিচারপতি মন্থর বেঞ্চ। তারপরেই আদালতের এই নির্দেশ। আদালতে উপস্থিত সিবিআই অফিসারদের বিচারপতির বক্তব্য, প্রয়োজনে একটা সরকারি সংস্থা, অন্য একটা বেসরকারি আই টি সংস্থার (IT) সাহায্য নিন। কারণ টেকনিক্যাল ব্যাপারটা নিয়ে নিশ্চিত না হয়ে কোর্ট আইনি পদক্ষেপ করতে চাইছে না। প্রথম সার্ভারের কপি কতবার ট্রান্সফার হয়েছে? তথ্য কি এডিট হয়েছে? হলে কতবার? এর সন্তোষ জনক নিশ্চিত জবাব পেতে চায় কোর্ট। সাত সপ্তাহ পরে সিবিআইকে এই নির্দেশ কার্যকরের ক্ষেত্রে অগ্রগতির রিপোর্ট দিতে হবে আদালতে।
আরও পড়ুন : ইসরায়েলি বিমান হামলায় নিহত কমান্ডার