সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: গার্ডেনরিচ হাসপাতালে ছানি অপারেশনের পর ২২-২৫ জন চোখে দেখতে পাচ্ছে না । তাদের পাঠানো হয়েছে কলকাতা মেডিক্যালে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
এখনও অবধি যেরকমটা জানা যাচ্ছে, প্রায় ২০-২৫ জনের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে৷ যাদের অপারেশনের পরেই আপাতত দৃষ্টি চলে গেছে বলে জানা যাচ্ছে। এই সমস্ত রোগীকে পাঠানো হয়েছ্র কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে। সেখানে বুধবার তাদের অপারেশন হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও গার্ডেনরিচ হাসপাতালের প্রতিক্রিয়া কোন ভাবেই পাওয়া যায়নি।
যেসব রোগীরা এই অভিযোগ করেছেন, তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় । সেখানেই তাদের আজ দ্বিতীয়বার চোখে অস্ত্রোপচার করা হয় বলে জানা গিয়েছে । তবে কী কারণে অস্ত্রোপচারের পর রোগীরা দেখতে পাচ্ছিলেন না, সে বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷
মেডিক্যাল কলেজের আরআইও বিভাগের প্রাথমিক অনুমান, খুব সম্ভবত অস্ত্রোপচারের সময় কোন গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে । এছাড়াও মেয়াদ উত্তীর্ণ কোনও ওষুধ ব্যবহার করা হয়েছিল কি না এবং তার কারণেই এই ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।
উল্লেখ্য বুধবার গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মীয়রা অভিযোগ করেন যে, চলতি সপ্তাহেই তাঁদের আত্মীয়দের চোখে ছানির অস্ত্রোপচার হয় । আজ চিকিৎসকরা রোগীদের চোখ থেকে ব্যান্ডেজ খোলার পর রোগীরা জানান যে, চোখে তাঁরা আর কিছুই দেখতে পাচ্ছেন না । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাঁদের পরিবারের মধ্যে ৷ এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ ।
আরও পড়ুন : ফের অম্বিকেশ কাণ্ডের ছায়া রাজ্যে! তীব্র ভর্ৎসনা হাইকোর্টের