অনুসুয়া দাস, প্রতিনিধি : কথায় আছে কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ দিনটা ছিল দোসরা ফেব্রুয়ারি, 2024, পরিবহণমন্ত্রী থেকে সোজা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন চম্পাই সোরেন। কারন ততক্ষণে মুখ্যমন্ত্রীর চেয়ার ফাঁকা। 31 জানুয়ারি ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তত্কালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর বিরুদ্ধে ছিল জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগ। ঝা়ড়খন্ড মুক্তি মোর্চার সরকার যাতে পড়ে না যায়, তার জন্য তড়িঘড়ি হেমন্তের ফাঁকা কুর্সিতে বসানো হয় চম্পাই সোরেনকে। রাঁচির রাজভবনে চম্পাইকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিপি রাজাকৃষ্ণণ।
সময় পেরিয়েছে। নিজের কাঁধের উপর থাকা দায়িত্বভার ভালো মতোই সামলেছেন চম্পাই সোরেন। ২০২৪ লোকসভা ভোটও কাটিয়েছেন। ক্যালেন্ডারের পাতা উল্টেছে মাত্র পাঁচ মাস। তার মধ্যেই ফের ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর চেয়ারে অদল-বদল।
কুর্সি এক, অদল-বদল মালিক
জানুয়ারি থেকে জুন মাসের প্রথমার্ধে জেলে দিনযাপন হেমন্ত সোরেনের। 28 জুন হাইকোর্টে জামিন পান তিনি। ওই যে কথায় আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশষ। ঠিক সেটাই হল ঝাড়খণ্ডে। পাঁচমাসের মাথায় চম্পাইকে ছাড়তে হল জেএমনএম সরকারের মুখ্যমন্ত্রীর পদ। একনজরে দেখে নেওয়া যাক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তথা জেএমএমের গোড়ার কথা।
জেএমএমের গোড়ার কথা
1973 গঠিত হয়েছিল জেএমএম বা ঝাড়খন্ড মুক্তি মোর্চা। তখন বিহারের বুক থেকে পৃথক হয়নি ঝাড়খণ্ড রাজ্য। শিবু সোরেন, নির্মল মাহাতো ও মার্কসবাদী অরুণকুমার রায় (একে রায়ের) হাত ধরে তৈরি হয় জেএনএম 2000 সালে ঝাড়খণ্ড রাজ্য গঠনের সময় বড় ভূমিকা পালন করেছিল এই দল।
জেএমএমের গোড়ার কথা
1940- নিবন্ধিত দল হিসাবে বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতী শুরু করে
2005- ঝাড়খণ্ডে প্রথম বিধানসভা নির্বাচন হয়
সেইসময় জেএমএম নিজেকে ভারতীয় জাতীয় দলের সঙ্গে জোটবদ্ধ করে
জয়লাভ করে জেএমএমের জোট সরকার
মুখ্যমন্ত্রী হন জেএমএম সুপ্রিমো শিবু সোরেন
ইতিহাস বলছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে যারাই বসেছেন, তাঁদের সময়সীমা বড়ই ক্ষণস্থায়ী হয়েছে। যদিও তাতে ব্যাতিক্রম রয়েছেন এক বা দুজন।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর তালিকা
শিবু সোরেন- 27 অগাস্ট, 2008 – 19 জানুয়ারি, 2009 (145 দিন)
রাষ্ট্রপতি শাসন- 19 জানুয়ারি, 2009 – 30 ডিসেম্বর, 2009 (345 দিন)
শিবু সোরেন- 30 ডিসেম্বর, 2009 – 1 জুন, 2010 (153 দিন)
রাষ্ট্রপতি শাসন- 1 জুন, 2010 – 11 সেপ্টেম্বর, 2010 (102 দিন)
হেমন্ত সোরেন- 13 জুলাই, 2013 – 28 ডিসেম্বর 2014 (1 বছর 168 দিন)
হেমন্ত সোরেন- 29 ডিসেম্বর, 2019 – 2 ফেব্রুয়ারি, 2024 (4 বছর 188 দিন)
চম্পাই সোরেন- 2 ফেব্রুয়ারি, 2024- 3 জুলাই, 2024 (153 দিন)
এর মাঝে বিজেপির রঘুবর দাস, 2014 সালে মুখ্যমন্ত্রী হন। তিনিই একমাত্র একজন মুখ্যমন্ত্রী , যিনি পুরো 5 বছর নিজের পদ সামলেছিলেন। 2 রা ফেব্রুয়ারি থেকে 153 দিনের মাথায় ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী পদে ফের বদল। পাঁচ মাসের মাথায় ইস্তফা দিলেন চম্পাই সোরেন। মন থেকে মানতে না পারলেও দলের চাপাচাপিতে এই সিদ্ধান্তে এসেই ইতি টানলেন চম্পাই।
আরও পড়ুন : ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে চিনে নিন